প্রায় ২২ সেকেন্ডে ১০০ মিটার! হাসির খোরাক সোমালিয়ার স্প্রিন্টা।
অনলাইন প্রতিনিধি :- ১০০ মিটার দৌড় প্রতিযোগিতাকে বলা হয় ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ড’-এর সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট।সর্বাধিক জনপ্রিয় এবং সেই সঙ্গে মর্যাদারও। ১০০ মিটার স্প্রিন্টের মূল আকর্ষণই গতি, ১০-১১ সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় আন্তর্জাতিক মঞ্চের যে কোনও প্রতিযোগিতা। ১০০ মিটারের দৌড়ের জনপ্রিয়তাকে সারা বিশ্ব জুড়ে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্ট।২০০৮ সালের অলিম্পিকে বেইজিংয়ে বিশ্বরেকর্ড গড়ে মাত্র ৯ সেকেন্ডের সামান্য বেশি সময়ে এই দৌড় শেষ করেছিলেন বিশ্বের দ্রুততম মানব বোল্ট। মেয়েরাও স্প্রিন্টে কম যান না। মার্কিন স্প্রিন্টার ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ১৯৮৮ সালে ১০.৪৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে মেয়েদের বিভাগে বিশ্বরেকর্ড স্থাপন করেন।২০২১ সালের অলিম্পিক্সে জামাইকান স্প্রিন্টার ইলেইন থমসন হিরা ১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে মেয়েদের নতুন অলিম্পিক্স রেকর্ড সৃষ্টি করেন। চিনের চেংদু শহরে আয়োজিত ৩১তম সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে মেয়েদের বিভাগে সেই ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতায় নেমে চরম হাসির খোরাক হলেন পূর্ব আফ্রিকার সোমালিয়ার এক স্প্রিন্টার। জানা গেছে, তার নাম নাসরা আবুকার আলি। প্রতিযোগিতার ‘হিটে’ অংশ নিয়েছিলেন তিনি। তিনি কী করেছেন তা পরের কথা, কিন্তু রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন নাসরা। তার দৌড়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই ক্রীড়া জগতে উঠেছে হাস্যরোল। হিটে নাসরা শুধু ‘লাস্ট’ই হননি, ১০০ মিটার দৌড়তে সময় নিয়েছেন ২১.৮১ সেকেন্ড! বাঁদর টুপি পরে তার শামুক-গতির ‘দৌড়’ দেখে বোঝা গেছে, ১০০ মিটার দৌড়ের কোনও প্রশিক্ষণ তিনি নেননি।ওই দৌড়ের প্রথম স্থানাধিকারী ব্রাজিলের গ্যাব্রিয়েলা মৌরাওর চেয়ে প্রায় দ্বিগুণ সময় নিয়ে কার্যত টলতে টলতে দৌড় শেষ করেন নাসরা।১০০ মিটারের ইতিহাসে সবচেয়ে ধীরগতিতে দৌড় শেষ করেছেন নাসরা। সোমালিয়ার অ্যাথলেটিকস ফেডারেশনের আদেন দাহিরকেব ‘ক্ষমতার অপব্যবহার, স্বজনপোষণ এবং জাতির নাম কলঙ্কিত করার অভিযোগে সাসপেন্ড করেছেন সে দেশের ক্রীড়ামন্ত্রী মহম্মদ বারে মোহাম্মদ। প্রশ্ন উঠেছে, খাদিজো খাদিজো আদেন দাহিরের আত্মীয় বলেই কি নাসরাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে? সমাজমাধ্যমে বহু মানুষ নাসরাকে ‘পৃথিবীর সর্বকালের জঘন্য স্প্রিন্টার’ বলেও কটাক্ষ করেছেন। শেষ পাওয়া খবর হল, সোমালিয়ার ন্যাশনাল অলিম্পিক কমিটি তদন্ত করে পেয়েছে এক ‘মর্মান্তিক’ তথ্য। তা হল নাসরা আলি আদৌ কোনও ক্রীড়াবিদই নন। তাহলে তিনি কে?