প্রায় ৬০০ ছাত্রীকে বাইসাইকেল প্রদান!
ঠাসা কর্মসূচি নিয়ে আজ সাব্রুমে ডি ডব্লিউ এস দপ্তর ডিভিশন অফিসের উদ্ধোধন করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ প্রায় ৬০০ ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে, রাজ্যের উন্নয়নের স্বার্থে রাজ্যের বিজেপি এবং তার জোট সঙ্গী আই পি এফ টি কাজ করে চলছে। আমরা চাই রাজ্যের প্রত্যেক ঘরে ঘরে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে। গত প্রায় পাঁচ বছরে সরকার শিক্ষা ক্ষেত্রে বহু উন্নয়ন করে গিয়েছে। আজ তিনি গর্বিত যে, ছোট ছোট ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিতে পেরেছেন।