প্রিয় পোষ্যের মৃত্যুতে শ্রাদ্ধশান্তি, ব্যান্ডবাজা, খাওয়াদাওয়া!!

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রিয় পোষ্যের মৃত্যু প্রত্যেকের কাছেই এক হৃদয়বিদারক ঘটনা । দীর্ঘদিনের সখ্যতার এই সম্পর্কে হঠাৎ ছেদ ঘটলে স্বাভাবিকভাবেই তা হয়ে ওঠে তীব্র মন খারাপের কারণ । শুধু তাই নয় , পোষ্যরাও রীতিমতো বাড়িরই একজন সদস্য হয়ে ওঠে । আর সেই কারণেই তাদের ছেড়ে চলে যাওয়া কাঁদিয়ে দেয় সবাইকে । যদিও , তাদের মৃত্যুর পরেও অকৃত্রিম ভালোবাসায় কোনোরকম ঘাটতি থাকে না । তাই , তো অনেকেই সঠিক নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করেন পোষ্যদের । ঠিক সেইরকমই এক ঘটনার প্রসঙ্গ এবার সামনে এল । জানা গিয়েছে যে , ওড়িশার পরালেখামুন্ডি গ্রামে পোষ্য সারমেয়র মৃত্যুর পর তার শেষযাত্রায় ব্যান্ড পার্টি থেকে শ্রাদ্ধের আয়োজন করা হয় । যেখানে উপস্থিত ছিলেন গ্রামের বিপুল সংখ্যক মানুষ । জানা গিয়েছে যে , ওই গ্রামের অত্যন্ত প্রথিতযশা একটি ব্যবসায়ী টুন্নু গুড্ডুর অঞ্জলী নামের কুকুর মারা যায় । আর তার শেষকৃত্যে একেবারে গাড়ি ভাড়া করে সামনে ব্যান্ড পার্টি বাজিয়ে নিথর দেহটি নিয়ে যাওয়া হয় । ঠিক যেভাবে ওড়িশাবাসীর শেষকৃত্য সম্পন্ন করতে শোকযাত্রা বের হয় সেই ভাবেই অঞ্জলির শোকযাত্রা বের হল । এমনিতেই নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরের উপকূল ভাগ ওড়িশায় মাঝেমধ্যেই কখনো জোরে আবার কখনো হালকা বৃষ্টিপাত চলছে । সেই বৃষ্টিকে অগ্রাহ্য করেই মাথায় ছাতা নিয়ে অঞ্জলীর শেষ যাত্রায় পা মেলেন কয়েকশো মানুষ । ওই সারমেয়টিকে যারা পোষ্য হিসেবে রেখেছিলেন সেই পরিবারের সদস্যরা তাকে বেতোয়া নদীতে ভাসিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন । তবে , এখানেই শেষ নয় , বরং ওই কুকুরটির টুন্নু এরপর তার আত্মীয় – স্বজন , পরিচিত ও স্থানীয় লোকজনকে অঞ্জলীর শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রণ করেন এবং নিয়ম মেনে শ্রাদ্ধের কাজও সম্পন্ন করেন । আর স্বাভাবিকভাবেই এই ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে । কিছুদিন আগেই ঝাঁসির পুঞ্চ গ্রামের বাসিন্দা লাখন সিংহ তার পোষ্য সারমেয় কালু মারা গেলে ১৩ দিনে পারলৌকিক ক্রিয়াটলাপ সেরেছিলেন । লালনের মতোই টুন্নুও সমস্ত নিয়ম মেনে অঞ্জলীর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন । আর , বেতোয়ায় দেহ ভাসানোর পরেই শ্রাদ্ধানুষ্ঠানেরও ব্যবস্থা করেন টুন্নু । এই প্রসঙ্গে টুন্নু আরও জানান যে , ২০০১ সালে অঞ্জলীকে নিয়ে আসেন তিনি । তারপর থেকেই সেখানে থাকত অঞ্জলী । সে থাকাকালীন কোনো চুরি হয়নি এবং বাড়ির নিরাপত্তার জন্য কোনো কর্মচারীকেও নিয়োগ করতে হয়নি। যদিও , টুন্নু জানান , বেশ কয়েকবার চুরির চেষ্টা হলেও অঞ্জলী একাই নস্যাৎ করে দেয় । মৃত্যুর সময়ে তার বয়স ২১ বছর হয়ে গিয়েছিল । এই ২১ বছরে , কোনো নিরাপত্তারক্ষীরও প্রয়োজন হয়নি তাদের । এই কারণেই হঠাৎ করে গুড্ডু পরিবারের বাড়িতে কেউ প্রবেশ করতে পারতেননা । টুন্নু বললেন যে অঞ্জলী ২১ বছর ধরে তাদের সেবা করে এসেছে । এমতাবস্থায় , তার মৃত্যুর পর অঞ্জলীর মৃতদেহ নদীতে ভাসিয়ে যেমন শেষকৃত্য সম্পন্ন করা হয় । পাশাপাশি , মানুষের মৃত্যুতে যেমন আচার – অনুষ্ঠান সম্পন্ন হয় তেমনি অঞ্জলীর ক্ষেত্রেও তার কোনো ত্রুটি রাখেননি টুন্নু । ব্যান্ডপার্টি থেকে প্রায় ৫০০ জনের খাওয়ার ব্যবস্থাও করা হয় ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

9 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

9 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

12 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

12 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

12 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

12 hours ago