অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরামধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন বিদ্যালয়গুলির দশম শ্রেণীর শুক্রবার নির্ধারিত পরীক্ষা বাতিল হয়েছে। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক বিভাগের তরফে এ দিন সকালে এক বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ঘটনা ঘিরে শিক্ষানুরাগী সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগের ভূমিকা ঘিরে। মাধ্যমিক শিক্ষা বিভাগের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিপাকে পড়তে হয়েছে তাদের। ঘটনা ঘিরে নিন্দার ঝড় বইছে বিভিন্ন মহলে। জানা গেছে, রহস্যজনকভাবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তড়িঘড়ি দশম শ্রেণীর প্রি-বোর্ডের শুক্রবার নির্ধারিত বাংলা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ – করা হয়। তবে সরকারী সিদ্ধান্ত দ্রুত সংশ্লিষ্ট মহলকে জানানো সম্ভব হয়নি। ফলে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রায় পঁয়ত্রিশ হাজার পরীক্ষার্থীকে চূড়ান্ত পর্যায়ের বিপাকে পড়তে হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় শুক্রবার সকাল হতে না হতেই গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে পরীক্ষা ঘিরে। প্রচার চলতে থাকে প্রি-বোর্ডের পরীক্ষা বাতিল হয়েছে বলে। কোন্ শ্রেণীর
কোন্ পরীক্ষা বাতিল হয়েছে, আদৌকোনও পরীক্ষা বাতিল হয়েছে কিনা তা স্পষ্ট হয়নি দুপুরের কাছাকাছি সময় পর্যন্ত। এই খবর স্কুলগুলিকে জানতে জানতে পার হয়ে যায় পরীক্ষার জন্য নির্ধারিত সময় বেলা বারোটা। ফলে রাজ্যের প্রায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রিবোর্ড পরীক্ষার্থীরা বিদ্যালয়ে হাজির হয়ে যায় পরীক্ষায় সবার উদ্দেশে। ততক্ষণে সংশ্লিষ্ট বহু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও পরীক্ষা গ্রহণের প্রস্তুতি শুরু করে দেন। শেষ পর্যন্ত তারা জানতে পারে দিনের নির্ধারিত দশম শ্রেণীর প্রিবোর্ড বাংলা পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিকে পরীক্ষা বাতিল হলেও তা যথাযথভাবে বিজ্ঞপ্তি না হওয়ায় পরীক্ষার্থীদের প্রায় সবাই অকারণে বিদ্যালয়ে হাজির হতে হয়েছে। তাতে নষ্ট হয়েছে সময়। ব্যাঘাত ঘটেছে পরবর্তী পরীক্ষা প্রস্তুতিতে। প্রকট হয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগের দায়িত্বশীলতার অভাবের বিষয়টি এর দায় নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গেছে, সদর মহকুমার উষাবাজার এলাকার একটি কোচিং সেন্টারের পরীক্ষার্থীদের হাতে শুক্রবার নির্ধারিত দশম শ্রেণীর প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র আগাম চলে আসে। কোন্ ফাঁক গলে কোচিং সেন্টারের প্রধান সুজিত আচার্যের কাছে প্রশ্নপত্র চলে এসেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এনিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র কৃষ্ণ শর্মার সঙ্গে। তিনি বিশদে কোনও কথা বলতে চাননি। শুধু জানান, শুক্রবারের দশম শ্রেণীর প্রি-বোর্ড বাংলা পরীক্ষা বাতিল করতে হয়েছে অনিবার্য কারণে। তিনি এর জন্য পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়েছে বলে পরোক্ষে স্বীকার করেন। জানা গেছে, দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি-বোর্ডের অন্যান্য পরীক্ষা নির্ধারিত সূচি মেনে গ্রহণ করা হবে। বাতিল পরীক্ষার সূচি পরে মাধ্যমিক শিক্ষা বিভাগের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। এদিকে পূর্ব গৃহীত সরকারী সিদ্ধান্ত অনুসারে প্রি-বোর্ডের ফলাফলের উপর মধ্যশিক্ষা পর্ষদের মূল পরীক্ষায় বসার বিষয়টি আর নির্ভর করে না। প্রি-বোর্ডের ফলাফল যাই হোক আগ্রহীরা পর্ষদের পরীক্ষায় বসতে পারবে।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…