প্রেস ক্লাব ফুটবলে সেরা ধর্মনগর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আন্তঃ মহকুমা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে ধর্মনগর চ্যাম্পিয়ন। রানার্স আগরতলা প্রেস ক্লাব। আগরতলায় ক্ষুদিরাম বসু স্কুল মাঠে শনিবার সকাল থেকে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং ক্লাবের স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় এবারকার আন্তঃ মহকুমা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে সাতটি দল অংশ নিয়েছিল।সকাল দশটায় আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব এবং বেলা আড়াইটায় সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সারা রাজ্যের সাংবাদিক খেলোয়াড়দের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।উভয় অনুষ্ঠানে উদ্বোধক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, টিএফএর সচিব অমিত চৌধুরী, স্পন্সরার সংস্থার পক্ষে অভিজিৎ সাহা,নারায়ণ দেবনাথ, নন্দ দুলাল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।পৌরোহিত্য করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ এবং আগরতলা প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।এবারকার টুর্নামেন্টে যুগ্মভাবে ফেয়ার প্লে প্রাইজমানি পেয়েছে আগরতলা প্রেস ক্লাব বি টিম এবং খুমুলুঙ প্রেস ক্লাব। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন সুমন সাহা।প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন রাহুল গোস্বামী। উল্লেখ্য, সংক্ষিপ্ত বক্তৃতায় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী আগরতলা প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তা নিয়মিত জারি রাখার আহ্বান জানান।প্রেস ক্লাবের সভাপতি
জয়ন্ত ভট্টাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষও সংক্ষিপ্ত ভাষণে স্পন্সরারদের কৃতজ্ঞতা জ্ঞাপন সহ অংশগ্রহণকারী প্রতিটি দল, রেফারি এবং গ্রাউন্ড স্টাফদের প্রত্যেককে ধন্যবাদ জানান।টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ এবং রেফারি আদিত্য দেববর্মা, পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত ও বিশ্বজিৎ সাহা প্রমুখ।

Dainik Digital

Recent Posts

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

36 mins ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

1 hour ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

1 hour ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

2 hours ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

3 hours ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

3 hours ago