ধর্মনগর, ডুকলি সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর অভিযোগ শাসকের বিরুদ্ধে!!
প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কস্তুরীরঙ্গন!!

প্রয়াত হলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ও প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী কে কস্তুরীরঙ্গন ৷ শুক্রবার ইসরোর তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, সকাল সাড়ে দশটা নাগাদ উনার প্রয়ান হয় ৷ মৃত্যকালে বয়স হয়েছিল ৮৪ বছর। উনার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী-সহ আরও অনেকে ৷ কস্তুরীরঙ্গন ১৯৯৪ সাল থেকে ২০০৩ পর্যন্ত ইসরোর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর তিনি অবসর নেন। পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের মতো সম্মানেও সম্মানিত ছিলেন এই বিজ্ঞানী ৷