নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
প্রয়াত ড.ব্রজ গোপাল রায়

দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।।প্রয়াত হলেন সারা ভারত ফরোয়ার্ড ব্লকের শীর্ষ নেতা ড. ব্রজগোপাল রায়। রবিবার সকালে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ত্রিপুরায় প্রথম এবং তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। এবং যোগ্যতার সাথে ত্রিপুরার মানুষের সেবা করে গেছেন।

শুধু রাজনীতির অঙ্গনেই নয়, সাহিত্য সংস্কৃতির অঙ্গনেও ছিলো তাঁর অবাধ বিচরণ। তিনি শুধু রাজনীতিবিদই নন, তিনি ছিলেন রাজ্যের একজন বিশিষ্ট কবি ও সাহিত্যিক। তার মরদেহ এদিন বিধানসভা এবং মহাকরনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ শাসক ও বিরোধী দলের বিধায়করা।