Categories: দেশ

পড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক চেতনা বাড়াতে উদ্যোগ উত্তরপ্রদেশে

এই খবর শেয়ার করুন (Share this news)

শিশু বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক চেতনার উন্মেষ ঘটাতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান ‘ ( আরএএ ) -র মাধ্যমে বিদ্যালয়গুলিতে একাধিক কর্মসূচি নেওয়ার বিষয়ে উদ্যোগ নিল উত্তরপ্রদেশের বুনিয়াদী শিক্ষা দপ্তর । একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের বুনিয়াদী শিক্ষামন্ত্রী সন্দীপ সিং বলেছেন , “ ঠিক হয়েছে , এই প্রকল্পে জেলা স্তরে বিজ্ঞান বিষয়ক কর্মসূচির আয়োজন করা হবে এবং ব্লক স্তরে বিজ্ঞানের ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে । পড়ুয়ারা যাতে বিজ্ঞানের বিভিন্ন মডেল তৈরি করতে পারে সেজন্য তাদের হাতে বিশেষ সায়েন্স কিট তুলে দেওয়া হবে । আরও বড় করে গোটা বিষয়টিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রত্যেকটি উন্নয়ন ব্লকের ৫০ জন শিশুকে রাজ্যের মধ্যেই বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ঘুরিয়ে দেখানো হবে । ‘ তিনি জানিয়েছেন , ভারত সরকারের শিক্ষা মন্ত্রক ঠিক যেভাবে পরিকল্পনা গ্রহণ করেছে সেই মতোই রাজ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া হবে । তিনি আরও জানান , ব্লক শিক্ষা আধিকারিকদের মাধ্যমেই ব্লক প্রতিযোগিতার আয়োজন করা হবে । সেখানে এমন কিছু প্রশ্ন করা হবে যার উত্তর পড়ুয়াদের যুক্তি , চিন্তন এবং কল্পনাশক্তির সাহায্যে দিতে হবে । এখানেই যে পড়ুয়ারা খুব ভাল উত্তর দিতে পারবে তাদের বেছে নেওয়া হবে । রাজ্য সরকার মনে করছে , হাতেকলমে বিভিন্ন কাজ শেখার কারণে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের বিষয়ে আগ্রহ আরও বেড়ে যাবে । বিভিন্ন বৈজ্ঞানিক মডেল তৈরিতে তারা আগ্রহী হবেন । আর সেই কারণেই এই প্রকল্পকে রাজ্যে সফল করার জন্য উদ্যোগ নিয়েছে বুনিয়াদী শিক্ষা দপ্তর । ব্লক স্তরে যে পড়ুয়াদের পারফরম্যান্স খুব ভাল হবে তারাই জেলা স্তরের বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীতে যোগ দিতে পারবেন । প্রদর্শনীতে পড়ুয়ারা যাতে নিজেদের হাতে মডেল তৈরি করতে পারে সেজন্য তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে । পড়ুয়ারা যাতে সময়ের মধ্যে মডেল তৈরি করে যে ফেলতে পারেন সেজন্য ক্যুইজ প্রতিযোগিতায় যাদের সফল বলে ঘোষণা করা হবে তাদের হাতে তুলে দেওয়া হবে নগদ টাকা । পড়ুয়ারা যাতে সময়ের মধ্যে মডেল তৈরি করে ফেলতে পারেন সেজন্য প্রয়োজনীয় সহায়তা করতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষক এবং বিজ্ঞানের শিক্ষককে । ক্যুইজ প্রতিযোগিতায় সফল পড়ুয়াদের বেছে নেবেন বিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞদের একটি কমিটি । আবার এর মধ্যেই যে পড়ুয়াটি সবচেয়ে ভাল উত্তর দেবে তাকে বেছে নেওয়া হবে । এর জন্য প্রত্যেকটি উন্নয়ন ব্লকে তিন সদস্যের একটি প্যানেল তৈরি করা হবে । মন্ত্রী জানিয়েছেন , জেলা স্তরের প্রদর্শনীতে মোট একশোজন শিশু অংশ নেবে ।এই প্রদর্শনীতে যাতে শিশুরা নিজেদের মডেল খুব ভাল করে তুলে ধরতে পারে এবং সফলভাবে গোটা কাজটি করতে পারে সেই দায়িত্ব নিতে হবে প্রত্যেক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও বিজ্ঞান বা অঙ্কের শিক্ষকদের । সবদিক থেকে পড়ুয়াদের সহযোগিতা করবেন শিক্ষকেরা । মন্ত্রী জানিয়েছেন , বিভিন্ন ব্লক থেকে যাতে জেলাস্তরে একশোজন পড়ুয়া আসতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে । প্রত্যেক বিদ্যালয়ের পড়ুয়ারা যাতে ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সেই বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রধানশিক্ষক এবং ব্লক শিক্ষা আধিকারিকদের ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

19 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

19 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago