মহিলাদের এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। আগামী ১৫ অক্টোবর ফাইনালে আজ আসরের প্রথম সেমিফাইনালে থাইল্যাণ্ডকে ৭৪ রানে হারিয়েছে ভারত। সকালে টস জিতে ব্যাটিং করতে নেমে ছয় উইকেটে ১৪৮ রান করে তারা। রান তাড়া করতে নেমে নয় উইকেটে মাত্র ৭৪ রান করে থাইল্যাণ্ড। রান তাড়ায় নেমে থাইল্যাণ্ড জয়ের জন্য খেলেনি। তাদের ব্যাটিং দেখে স্পষ্ট, ক্রিজে থাকাই ছিল তাদের অভিপ্রায়। সর্বোচ্চ ২১ রান করে আসে নারুয়েমল চাইওয়াই ও নাত্তায়া বুচাথামের ব্যাট থেকে। দুজনে খেলেন ৭০ বল। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। ভারতের হয়ে তিনটি উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড। একটি করে উইকেট নেন রেণুকা সিং, স্নেহ রানা ও শেফালি ভার্মা। এর আগে ওপেনার শেফালি ও অধিনায়ক হারমনপ্রীত কৌরের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে ভারত। মাত্র ২৮ বলে ৪২ রান করেন শেফালি। এছাড়া সঙ্গে একটি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও বাগিয়ে নেন শেফালি। হারমনপ্রীত ৩০ বলে ৩৬ রান করেন। জেমিমার ব্যাট থেকে আসে ২৭ রান। ১৭ রানে অপরাজিত ছিলেন পূজা ভাস্কর । থাই মেয়েদের হয়ে সর্নারিন টিপুচ নেন সর্বোচ্চ তিন উইকেট। একটি করে উইকেট নেন নাত্তায়া বুচাথাম, পান্নিতা মায়া ও থিপাতচা। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জিতল শ্রীলঙ্কা। পুরুষদের এশিয়া কাপের পর মহিলাদের এশিয়া কাপেও ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। শনিবার ফাইনাল। মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র এক রানে হারাল শ্রীলঙ্কা। এ দিন সিলেটে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২২ রান করে শ্রীলঙ্কা। অনুষ্কা সঞ্জীবনী ২৬ ও হর্ষিতা মাদবী ৩৫ রান করেন ৷ রান পাননি অধিনায়ক চামারি আতাপাত্তু। পাকিস্তানের হয়ে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিন উইকেট নেন নাসরা সন্ধু। ১২৩ রানের টার্গেট তাড়া করে ব্যাটিংয়ে নেমে ইনিংস টেনে নিয়ে যান অধিনায়ক বিসমা মারুফ। তবে বাকিরা সেইভাবে রানের স্কোর বেশি দূর নিতে পারেনি। বিসমা ৪২ রান করে আউট হয়ে গেলে চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য নয় রান দরকার ছিল। ভালো বল করেন অচিনি কুলসূর্য। ইয়র্কার বল করছিলেন তিনি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল তিন রান। রান আউট হয়ে যান নিদা। ম্যাচ হারে পাকিস্তান।
উল্লেখ্য, এর আগে গত মাসে ছেলেদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। ওই ম্যাচে বাবর আজমদের ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাসুন শানাকার দল।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…