Categories: খেলা

ফাইনালে যাওয়ার যুদ্ধ আজ

এই খবর শেয়ার করুন (Share this news)

এশিয়া কাপ টি – টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে আজ সুপার ফোরের যুদ্ধে ভারতকে অবশ্যই জিততে হবে । রবিবার পাকিস্তানের কাছে ম্যাচ হেরে যাওয়ার পর ভারত কিন্তু চাপে । কেননা , ফাইনালে যেতে হলে ভারতকে মোট দুটি ম্যাচ জিততেই হবে । তবে তাতেও যে ফাইনাল নিশ্চিত তা কিন্তু নয় । এদিকে , রবিবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হারতে হয়েছে ভারতকে । আর মঙ্গলবার ( ছয় সেপ্টেম্বর ) শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইণ্ডিয়ার কাছে তাই মরণ – বাঁচন লড়াই । ম্যাচটি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে , যেখানে এখনও পর্যন্ত টিম ইণ্ডিয়া এই এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছে । তারা দুটি ম্যাচে জিতেছে , একটি ম্যাচ হেরেছে । রবিবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের পরাজয় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে চিন্তায় ফেলে দিয়েছে । বিশেষ করে রোহিত এবং রাহুলের মাথা ব্যথার বড় কারণ সঠিক টিম কম্বিনেশন তৈরি করা । পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দীনেশ কার্তিকের বদলে ঋষভ পন্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল । কিন্তু পন্থ নিরাশই করেছেন । আবার অক্ষর প্যাটেলের জায়গায় দীপক হুড়া প্লেয়িং ইলেভেনে সুযোগ পেয়েছিলেন , কিন্তু তিনিও তেমন কিছু করতে পারেননি । এখন দেখতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক রোহিত , কোচ রাহুল একাদশ নিয়ে কী সিদ্ধান্ত নেন । চোটের কারণে রবীন্দ্র জাদেজা এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন । তাই ব্যাটিং অর্ডারে বাঁ হাতি ব্যাটসম্যানকে সুযোগ দেওয়ার জন্য পন্থ দলে জায়গা পেয়েছেন । তবে পাকিস্তানের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনভাবে যেমন করে আউট হয়েছেন পন্থ তাতে ক্ষুব্ধ হয়েছিলেন । অধিনায়ক রোহিতও । এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে টিম ইণ্ডিয়া কী দীনেশ কার্তিকের অভিজ্ঞতাকে প্রাধান্য দেবে ? ২০২২ এশিয়া কাপের জন্য স্ট্যাণ্ডবাই প্লেয়ারদের তালিকায় ছিলেন অক্ষর প্যাটেল , কিন্তু জাদেজার চোটের পরে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয় । যেখানে অক্ষর একজন বোলিং অলরাউণ্ডার এবং বড় শট খেলেন , দীপক হুড়া আবার একজন ব্যাটিং অলরাউণ্ডার । রবিবার পাকিস্তানের বিপক্ষে তিনি এক ওভারও বল করার সুযোগ পাননি এবং ব্যাটসম্যান হিসাবে সেভাবে কিছুই করতে পারেননি । চৌদ্দ বলে ষোল করে সাজঘরে ফেরেন তিনি । এখন দেখার বিষয় , টিম ম্যানেজমেন্ট কী অক্ষরকে একাদশে রাখবে , নাকি হুডাকে আর একবার সুযোগ দেবে ? অক্ষর একজন বাঁ হাতি ব্যাটসম্যান এবং এমন পরিস্থিতিতে তাকে একাদশে অন্তর্ভুক্ত করা হলে টিম ইণ্ডিয়া সহজেই পন্থের জায়গায় দীনেশ কার্তিককে সুযোগ দিতে পারে । এছাড়া , অসুস্থ থাকায় রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি আবেশ খান । তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে । এখন কথা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আর্শদীপ যেভাবে বল করেছিলেন , আবেশের ফেরার পর তাকে কী বাদ দেওয়া হবে ? ভুবনেশ্বর কুমার পেশ আক্রমণের নেতৃত্ব দেবেন , আর হার্দিক পাণ্ডিয়া ইতিমধ্যেই তৃতীয় ফাস্ট বোলিং ভূমিকার জন্য জায়গা করে নিয়েছেন । এখন দেখতে হবে আবেশ এবং আর্শদীপের মধ্যে ডু অর ডাই ম্যাচে কার উপর বাজি ধরে টিম ইণ্ডিয়া । পাকিস্তানের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল খুব ব্যয়বহুল , তাই অক্ষর যদি দলে আসে তবে টিম ইণ্ডিয়া বোলিংয়ে আরও একটি বিকল্প পাবে , যা দলের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

22 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

22 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

22 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

22 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago