পনেরোতম আইপিএলের শিরোপা দখলের যুদ্ধে গুজরাট টাইটন্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস । আগামী উনত্রিশ মে রাতে এই ফাইনাল । চব্বিশ মে ইডেনে আইপিএলের প্লে অফে মুখোমুখি হয়েছিল এই দুটি দল । ইডেনের সেদিনের যুদ্ধে রাজস্থানকে হারিয়েছিল গুজরাট । এখন দেখার রবিবার বদলার খেলা হয় না কলকাতার ফলাফল আবার দেখা যায় । আজ রাতে অঘোষিত সেমিফাইনালে রাজস্থান রয়্যালস সাত উইকেটে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে পরাজিত করে । বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করে । জবাবে রাজস্থান রয়্যালস ১৮.১ ওভারে তিন উইকেটে ১৬১ রান তুলে ম্যাচ তুলে নেয় । আজকের ম্যাচে রাজস্থানের ওপেনার জোস বাটলার মাত্র ষাট বলে একশো ছয় রান করেন । বাটলার দশটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে একশো ছয় রান করেন ।
অধিনায়ক সঞ্জু স্যামসন একুশ বলে করেন তেইশ রান । এর আগে রাজস্থান রয়্যালস টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আরসিবিকে আমন্ত্রণ জানায় । ইনিংসের শুরুতেই মাত্র সাত রানে বিদায় নেন বিরাট কোহলি । ডু – প্লেসিস ও রজত পাতিদার দলের হাল ধরেন । এরা সত্তর রান যোগ করার পর অধিনায়ক ডু – প্লেসিস বিদায় নেন সাতাশ বলে পঁচিশ রান করে । গত ম্যাচের নায়ক রজত পাতিদার একচল্লিশ বলে আটান্ন রান করে ফিরে যাওয়ার পরই আরসিবির ইনিংসে যেন রানের গতি কমে আসে । ম্যাক্সওয়েল তেরো বলে চব্বিশ রান করলেও বাকিরা তেমন সফল নন । কুড়ি ওভারে আট উইকেটে ১৫৭ রানেই আটকে যায় বেঙ্গালুরু । রাজস্থানের পক্ষে কৃষ্ণা বাইশ রানে তিনটি এবং ম্যাকয় ২৩ রানে তিনটি উইকেট নেন । ১৫৮ রান করলেই ফাইনালে । রাজস্থান রয়্যালস শুরু থেকেই রানের পেছনে ছুটতে শুরু করে । যশভী জয়সোয়াল ও জোস বাটলার ঝড়ো ইনিংস উপহার দেয় । প্রথম পাঁচ ওভারে এই জুটি তুলে নেন একষট্টি রান । রাজস্থান নিশ্চিত ফাইনালের পথে ছুটতে থাকে । গুজরাট টাইটন্স অবশ্য আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল । রবিবার রাতে তাদের প্রতিপক্ষ হবে আজকের ম্যাচের বিজয়ী দল রাজস্থান রয়্যালসের সাথে ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…