Categories: খেলা

ফাইনালে রাজস্থান রয়্যালস

এই খবর শেয়ার করুন (Share this news)

পনেরোতম আইপিএলের শিরোপা দখলের যুদ্ধে গুজরাট টাইটন্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস । আগামী উনত্রিশ মে রাতে এই ফাইনাল । চব্বিশ মে ইডেনে আইপিএলের প্লে অফে মুখোমুখি হয়েছিল এই দুটি দল । ইডেনের সেদিনের যুদ্ধে রাজস্থানকে হারিয়েছিল গুজরাট । এখন দেখার রবিবার বদলার খেলা হয় না কলকাতার ফলাফল আবার দেখা যায় । আজ রাতে অঘোষিত সেমিফাইনালে রাজস্থান রয়্যালস সাত উইকেটে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে পরাজিত করে । বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করে । জবাবে রাজস্থান রয়্যালস ১৮.১ ওভারে তিন উইকেটে ১৬১ রান তুলে ম্যাচ তুলে নেয় । আজকের ম্যাচে রাজস্থানের ওপেনার জোস বাটলার মাত্র ষাট বলে একশো ছয় রান করেন । বাটলার দশটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে একশো ছয় রান করেন ।

অধিনায়ক সঞ্জু স্যামসন একুশ বলে করেন তেইশ রান । এর আগে রাজস্থান রয়্যালস টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আরসিবিকে আমন্ত্রণ জানায় । ইনিংসের শুরুতেই মাত্র সাত রানে বিদায় নেন বিরাট কোহলি । ডু – প্লেসিস ও রজত পাতিদার দলের হাল ধরেন । এরা সত্তর রান যোগ করার পর অধিনায়ক ডু – প্লেসিস বিদায় নেন সাতাশ বলে পঁচিশ রান করে । গত ম্যাচের নায়ক রজত পাতিদার একচল্লিশ বলে আটান্ন রান করে ফিরে যাওয়ার পরই আরসিবির ইনিংসে যেন রানের গতি কমে আসে । ম্যাক্সওয়েল তেরো বলে চব্বিশ রান করলেও বাকিরা তেমন সফল নন । কুড়ি ওভারে আট উইকেটে ১৫৭ রানেই আটকে যায় বেঙ্গালুরু । রাজস্থানের পক্ষে কৃষ্ণা বাইশ রানে তিনটি এবং ম্যাকয় ২৩ রানে তিনটি উইকেট নেন । ১৫৮ রান করলেই ফাইনালে । রাজস্থান রয়্যালস শুরু থেকেই রানের পেছনে ছুটতে শুরু করে । যশভী জয়সোয়াল ও জোস বাটলার ঝড়ো ইনিংস উপহার দেয় । প্রথম পাঁচ ওভারে এই জুটি তুলে নেন একষট্টি রান । রাজস্থান নিশ্চিত ফাইনালের পথে ছুটতে থাকে । গুজরাট টাইটন্স অবশ্য আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল । রবিবার রাতে তাদের প্রতিপক্ষ হবে আজকের ম্যাচের বিজয়ী দল রাজস্থান রয়্যালসের সাথে ।

Dainik Digital

Recent Posts

জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার চব্বিশ ঘন্টা অতিক্রম হতে না হতেই জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে…

4 hours ago

আমিত্বের আস্ফালন!!

নবরূপে কি ফিরে আসছে ফ্যাসিবাদ? তা না হলে জনতার ভোটে নির্বাচিত নির্বাচিত হয়ে আসার মাত্র…

6 hours ago

গুণগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-গুণগত শিক্ষাপ্রদান করা সম্ভব না হলে শিক্ষার কোনও মূল্যই থাকে না। মঙ্গলবার আমতলি…

6 hours ago

চিটফান্ডের অর্থ ফেরত,সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো উচ্চ আদালতে!!

অনলাইন প্রতিনিধি :-চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের সুলুকসন্ধানে সিবিআই…

7 hours ago

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

1 day ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

1 day ago