Categories: খেলাদেশ

ফাইনাল খেলা হলো না ভারতের

এই খবর শেয়ার করুন (Share this news)

দু’দুবার এগিয়ে থেকেও এশিয়া কাপ হকির ফাইনালের টিকিট কাঁটা হলো না ভারতের। গোল, পাল্টা গোলে এদিন কিন্তু দু’দলের ভাইটাল ম্যাচটি বেশ জমজমাটই হয়।
আজ সুপার ফোর লীগের এক ভাইটাল ম্যাচে ভারত দঃ কোরিয়ার সঙ্গে ম্যাচ ড্র করতেই কপাল পোড়ে মনিন্দারদের। ৪-৪ গোলে এদিন ম্যাচটি ড্র হয়। সুবাদে দু’দলের সংগৃহীত পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে ভারতকে পেছনে ফেলে ফাইনালে উঠে যায় দঃ কোরিয়া।
ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মালেশিয়া। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারত লড়বে জাপানের বিরুদ্ধে।
এ দিন সুপার ফোরের ভারত – দক্ষিণ কোরিয়া ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলেও মালয়েশিয়া অন্য ম্যাচে জাপানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেই ফাইনালে পৌঁছে যায় । অথচ ম্যাচটি ভারতের জন্য যেভাবেই হোক জিততে হবে এমন ছিল । ড্র হলেই দক্ষিণ কোরিয়া ফাইনালের টিকিট কেটে নেবে ।

ভারত কিন্তু বাইশ মিনিটে ৩-২ গোলের লিড নিয়েও ফেলেছিল ম্যাচে । এক সময় ৪-৩ গোলে ভারত ম্যাচে এগিয়েও যায় । কিন্তু ৪৬ মিনিটে জাংয়ের গোলেই কপাল পোড়ে ভারতের । ম্যাচটি ড্র হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় দল । গ্রুপ লীগে জাপানের কাছে ম্যাচে হারার পর ভারতীয় দল আর পেছনে ফিরে তাকানোর সময় পায়নি । আজ সুপার ফোরের ম্যাচে ভারতীয় দল অপরাজিতই থাকলো । দুর্ভাগ্য , দুর্দান্ত খেলেও অল্পের জন্য দল ফাইনালে উঠতে পারলো না । অথচ এ দিন ম্যাচের শুরুতেই ভারত গোল পেয়ে যায় । খেলার বয়স তখন মাত্র নয় মিনিট । নীলম সঞ্জীব গোল করে দলকে ( ১-০ ) এগিয়ে দেয় । পেনাল্টি কর্নার থেকে গোলটি পায় ভারত । কিন্তু এর পরই দক্ষিণ কোরিয়া কয়েক মিনিটের ব্যবধানে পরপর দু’গোল তুলে ম্যাচে ২-১ – এ এগিয়ে যায় ।

আটাশ মিনিটে কি জু দক্ষিণ কোরিয়ার পক্ষে গোল করে দলকে ৩-৩ ম্যাচে ফিরিয়ে আনে । পরপর দু’গোল হজমের পর ভারতীয় দল ম্যাচে ফেরার জন্য তেড়েফুঁড়ে শুরু করে । একুশ মিনিটে মণিন্দারের গোল ভারত ম্যাচে ২-২ ফিরে আসে । এক মিনিট বাদে শেসার গোলে ভারত ৩-২ – এ এগিয়েও যায় সাঁইত্রিশ মিনিট বাদে মারেসরন ভারতকে ৪-৩ গোলে এগিয়ে দেয় । ভারতীয় শিবিরে তখন খুশির হাওয়া । আর কিছু সময় কাটিয়ে দিতে পারলেই ফাইনালের টিকিট । এরকম অবস্থার মধ্যেই ছন্দপতন । জাং মানজিয়ের চমৎকার গোলে দক্ষিণ কোরিয়া যখন খেলায় ৪-৪ সমতায় ফিরে আসে তখন ঘড়িতে ৪৪ মিনিট । শেষ কোয়ার্টারে কোনও দলই আর গোল করতে পারেনি । ম্যাচ ৪-৪ গোলে অমীমাংসিত থেকে যায় । ম্যাচে দু – দুবার এগিয়ে থেকেও শেষরক্ষা হলো না । দক্ষিণ কোরিয়া ম্যাচ ড্র করে ফাইনালে উঠে যায় । আগামীকাল ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া লড়বে । অন্যদিকে , তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারত লড়বে জাপানের বিরুদ্ধে । দু’দলের মধ্যে এখন পর্যন্ত দুবার দেখা হয় । এতে সিরিজ ১-১ ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

5 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

5 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

5 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

5 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

5 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

6 hours ago