Categories: খেলাদেশ

ফাইনাল খেলা হলো না ভারতের

এই খবর শেয়ার করুন (Share this news)

দু’দুবার এগিয়ে থেকেও এশিয়া কাপ হকির ফাইনালের টিকিট কাঁটা হলো না ভারতের। গোল, পাল্টা গোলে এদিন কিন্তু দু’দলের ভাইটাল ম্যাচটি বেশ জমজমাটই হয়।
আজ সুপার ফোর লীগের এক ভাইটাল ম্যাচে ভারত দঃ কোরিয়ার সঙ্গে ম্যাচ ড্র করতেই কপাল পোড়ে মনিন্দারদের। ৪-৪ গোলে এদিন ম্যাচটি ড্র হয়। সুবাদে দু’দলের সংগৃহীত পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে ভারতকে পেছনে ফেলে ফাইনালে উঠে যায় দঃ কোরিয়া।
ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মালেশিয়া। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারত লড়বে জাপানের বিরুদ্ধে।
এ দিন সুপার ফোরের ভারত – দক্ষিণ কোরিয়া ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলেও মালয়েশিয়া অন্য ম্যাচে জাপানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেই ফাইনালে পৌঁছে যায় । অথচ ম্যাচটি ভারতের জন্য যেভাবেই হোক জিততে হবে এমন ছিল । ড্র হলেই দক্ষিণ কোরিয়া ফাইনালের টিকিট কেটে নেবে ।

ভারত কিন্তু বাইশ মিনিটে ৩-২ গোলের লিড নিয়েও ফেলেছিল ম্যাচে । এক সময় ৪-৩ গোলে ভারত ম্যাচে এগিয়েও যায় । কিন্তু ৪৬ মিনিটে জাংয়ের গোলেই কপাল পোড়ে ভারতের । ম্যাচটি ড্র হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় দল । গ্রুপ লীগে জাপানের কাছে ম্যাচে হারার পর ভারতীয় দল আর পেছনে ফিরে তাকানোর সময় পায়নি । আজ সুপার ফোরের ম্যাচে ভারতীয় দল অপরাজিতই থাকলো । দুর্ভাগ্য , দুর্দান্ত খেলেও অল্পের জন্য দল ফাইনালে উঠতে পারলো না । অথচ এ দিন ম্যাচের শুরুতেই ভারত গোল পেয়ে যায় । খেলার বয়স তখন মাত্র নয় মিনিট । নীলম সঞ্জীব গোল করে দলকে ( ১-০ ) এগিয়ে দেয় । পেনাল্টি কর্নার থেকে গোলটি পায় ভারত । কিন্তু এর পরই দক্ষিণ কোরিয়া কয়েক মিনিটের ব্যবধানে পরপর দু’গোল তুলে ম্যাচে ২-১ – এ এগিয়ে যায় ।

আটাশ মিনিটে কি জু দক্ষিণ কোরিয়ার পক্ষে গোল করে দলকে ৩-৩ ম্যাচে ফিরিয়ে আনে । পরপর দু’গোল হজমের পর ভারতীয় দল ম্যাচে ফেরার জন্য তেড়েফুঁড়ে শুরু করে । একুশ মিনিটে মণিন্দারের গোল ভারত ম্যাচে ২-২ ফিরে আসে । এক মিনিট বাদে শেসার গোলে ভারত ৩-২ – এ এগিয়েও যায় সাঁইত্রিশ মিনিট বাদে মারেসরন ভারতকে ৪-৩ গোলে এগিয়ে দেয় । ভারতীয় শিবিরে তখন খুশির হাওয়া । আর কিছু সময় কাটিয়ে দিতে পারলেই ফাইনালের টিকিট । এরকম অবস্থার মধ্যেই ছন্দপতন । জাং মানজিয়ের চমৎকার গোলে দক্ষিণ কোরিয়া যখন খেলায় ৪-৪ সমতায় ফিরে আসে তখন ঘড়িতে ৪৪ মিনিট । শেষ কোয়ার্টারে কোনও দলই আর গোল করতে পারেনি । ম্যাচ ৪-৪ গোলে অমীমাংসিত থেকে যায় । ম্যাচে দু – দুবার এগিয়ে থেকেও শেষরক্ষা হলো না । দক্ষিণ কোরিয়া ম্যাচ ড্র করে ফাইনালে উঠে যায় । আগামীকাল ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া লড়বে । অন্যদিকে , তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারত লড়বে জাপানের বিরুদ্ধে । দু’দলের মধ্যে এখন পর্যন্ত দুবার দেখা হয় । এতে সিরিজ ১-১ ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

12 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

12 hours ago