Categories: খেলা

ফাইনাল ম্যাচের আগে পাক দলে ফিরলেন শাহনওয়াজ

এই খবর শেয়ার করুন (Share this news)

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ এশিয়া কাপের ফাইনালের আগে একটি বড় সুখবর পেল পাকিস্তান শিবির । দলের ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানি পুরোপুরি চোট সারিয়ে উঠেছেন এবং এখন ফাইনাল ম্যাচ খেলতে পারবেন । সুপার ফোর রাউন্ডের সময়ে সাইড স্ট্রেনের কারণে দাহানি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে বাদ পড়েছিলেন । হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি এই চোট পেয়েছিলেন । পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি ) জানিয়েছে যে , হংকং – এর বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচে চোট পাওয়া ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানি ফাইনালের আগে ফিট হয়ে উঠেছেন । দুবাই স্টেডিয়ামে পুরো শক্তিতে বোলিং অনুশীলন করেছেন দাহানি । দাহানির আগে শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন । এই দুই খেলোয়াড়ই টুর্নামেন্ট শুরুর আগেই চোটের শিকার হয়েছিলেন । ২৪ বছরের দাহানি এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে এবং চারটি টি – টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে তিনটি এবং ওয়ানডে – তে একটি উইকেট নিয়েছেন তিনি রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা । তার আগে একই মাঠে দু’দল সুপার ফোরের লড়াইয়ে সম্মুখসমরে নামে । উভয় দল আগেই ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে । সুতরাং , এই ম্যাচটি ছিল নিছক নিয়মরক্ষার। তবে ফাইনালের আগে স্টেজ রিহার্সাল করে নিল দুই দলই। একে অপরের শক্তি – দুর্বলতা জানা ছাড়াও ফাইনালের আগে বাড়িয়ে নেওয়ার আত্মবিশ্বাস বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল । সে দিক থেকে শ্রীলঙ্কা শুক্রবারের ( ৯ সেপ্টেম্বর ) ম্যাচটি জিতে মানসিক ভাবে এগিয়ে রইল বলা যায় । কারণ সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে দাপটের সঙ্গে হারান দাসুন শানাকারা । অন্যদিকে ফাইনাল ম্যাচের আগে বক্তব্য রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় মঞ্জেরকর । কিছুটা টস ভাগ্যেই যে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে এমনটা সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন তিনি । মঞ্জেরকর বলেছেন , ‘ এই এশিয়া কাপের টুর্নামেন্টে যেটি উপেক্ষা করা যায় না সেটা হল সুপার ফোরে যে দলগুলি বেশির ভাগ ম্যাচে টস হেরেছে তারাই ফাইনালে জায়গা পায়নি । আর সেখানে ভারত সবকটিতেই ( ৩ টিতে ) টসে হেরেছে । আফগানিস্তান ২ টিতে হেরেছে । তবে কয়েনের স্পিন কোনও দলই ঠিক করতে পারে না বা আগে থেকে নির্ধারণ করতে পারে না । তাই বিষয়টি আপাতভাবে উপেক্ষিত বলে মনে হলেও সেটাই এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচের আগে একটা ফ্যাক্টর হয়ে উঠেছে । ‘ রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা । তার আগে গত শুক্রবার এই দুই দলই সুপারফোরের ম্যাচে খেলতে নেমেছিল । আর সেই ম্যাচে দুবাইয়ে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা । ১৯.১ ওভারে বাবর আজমদের ১২১ রানে অল – আউট করে দেয় তারা । পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একটা সময়ে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল । তবে শেষ পর্যন্ত ১৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলে ম্যাচ জিতে যায় লঙ্কা ব্রিগেড । ১৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতেন দাসুন শানাকারা ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

19 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

20 hours ago