Categories: খেলা

ফাইনাল ম্যাচের আগে পাক দলে ফিরলেন শাহনওয়াজ

এই খবর শেয়ার করুন (Share this news)

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ এশিয়া কাপের ফাইনালের আগে একটি বড় সুখবর পেল পাকিস্তান শিবির । দলের ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানি পুরোপুরি চোট সারিয়ে উঠেছেন এবং এখন ফাইনাল ম্যাচ খেলতে পারবেন । সুপার ফোর রাউন্ডের সময়ে সাইড স্ট্রেনের কারণে দাহানি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে বাদ পড়েছিলেন । হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি এই চোট পেয়েছিলেন । পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি ) জানিয়েছে যে , হংকং – এর বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচে চোট পাওয়া ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানি ফাইনালের আগে ফিট হয়ে উঠেছেন । দুবাই স্টেডিয়ামে পুরো শক্তিতে বোলিং অনুশীলন করেছেন দাহানি । দাহানির আগে শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন । এই দুই খেলোয়াড়ই টুর্নামেন্ট শুরুর আগেই চোটের শিকার হয়েছিলেন । ২৪ বছরের দাহানি এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে এবং চারটি টি – টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে তিনটি এবং ওয়ানডে – তে একটি উইকেট নিয়েছেন তিনি রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা । তার আগে একই মাঠে দু’দল সুপার ফোরের লড়াইয়ে সম্মুখসমরে নামে । উভয় দল আগেই ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে । সুতরাং , এই ম্যাচটি ছিল নিছক নিয়মরক্ষার। তবে ফাইনালের আগে স্টেজ রিহার্সাল করে নিল দুই দলই। একে অপরের শক্তি – দুর্বলতা জানা ছাড়াও ফাইনালের আগে বাড়িয়ে নেওয়ার আত্মবিশ্বাস বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল । সে দিক থেকে শ্রীলঙ্কা শুক্রবারের ( ৯ সেপ্টেম্বর ) ম্যাচটি জিতে মানসিক ভাবে এগিয়ে রইল বলা যায় । কারণ সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে দাপটের সঙ্গে হারান দাসুন শানাকারা । অন্যদিকে ফাইনাল ম্যাচের আগে বক্তব্য রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় মঞ্জেরকর । কিছুটা টস ভাগ্যেই যে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে এমনটা সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন তিনি । মঞ্জেরকর বলেছেন , ‘ এই এশিয়া কাপের টুর্নামেন্টে যেটি উপেক্ষা করা যায় না সেটা হল সুপার ফোরে যে দলগুলি বেশির ভাগ ম্যাচে টস হেরেছে তারাই ফাইনালে জায়গা পায়নি । আর সেখানে ভারত সবকটিতেই ( ৩ টিতে ) টসে হেরেছে । আফগানিস্তান ২ টিতে হেরেছে । তবে কয়েনের স্পিন কোনও দলই ঠিক করতে পারে না বা আগে থেকে নির্ধারণ করতে পারে না । তাই বিষয়টি আপাতভাবে উপেক্ষিত বলে মনে হলেও সেটাই এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচের আগে একটা ফ্যাক্টর হয়ে উঠেছে । ‘ রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা । তার আগে গত শুক্রবার এই দুই দলই সুপারফোরের ম্যাচে খেলতে নেমেছিল । আর সেই ম্যাচে দুবাইয়ে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা । ১৯.১ ওভারে বাবর আজমদের ১২১ রানে অল – আউট করে দেয় তারা । পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একটা সময়ে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল । তবে শেষ পর্যন্ত ১৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলে ম্যাচ জিতে যায় লঙ্কা ব্রিগেড । ১৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতেন দাসুন শানাকারা ।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

18 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

19 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

20 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

21 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

21 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

22 hours ago