ফার্মার্স প্রডিউসার কোম্পানিকে লাইসেন্স প্রদান,অর্গানিক ফসল আন্তর্জাতিক বাজারে রাজ্যের সুনাম বাড়াবে: কৃষিমন্ত্রী!!

 ফার্মার্স প্রডিউসার কোম্পানিকে লাইসেন্স প্রদান,অর্গানিক ফসল আন্তর্জাতিক বাজারে রাজ্যের সুনাম বাড়াবে: কৃষিমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শনিবার রাজ্যের প্রথম ‘স্মল স্কেল অর্গানিক পাইনাপেল প্রসেসিং ইউনিট’-এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।নীরমহল অর্গানিক এফপিসির উদ্যোগে ও কৃষি দপ্তরের আর্থিক সহযোগিতায় চড়িলাম বিধানসভা কেন্দ্রের আমতলি এডিসি ভিলেজে গড়ে উঠেছে এই স্মল স্কেল অর্গানিক পাইনাপেল প্রসেসিং ইউনিট। এই প্রসেসিং ইউনিটে কৃষকদের উৎপাদিত কুইন প্রজাতির আনারস প্রথমে সংরক্ষণ করা হবে কালেকশন সেন্টারে। সেখান থেকে প্রয়োজনমতো নীরমহল অর্গানিক এফপিসির প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা কালেকশন সেন্টার থেকে আনারসকে নিয়ে আসবেন অত্যন্ত উন্নতমানের প্রসেসিং ইউনিটে। এর দ্বিতীয় ধাপে আনারসের অত্যন্ত বিশুদ্ধ ও অর্গানিক জুস তৈরি করে তা লেভেলিং করে বাজারজাত করার প্রক্রিয়া শুরু হবে।জিআই ট্যাগপ্রাপ্ত কুইন প্রজাতির আনারস থেকে তৈরি অর্গানিক জুস আন্তর্জাতিক বাজারে রাজ্যের সুনাম বাড়াবে বলে অভিমত ব্যক্ত করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি এই স্মল অর্গানিক ফ্রুট প্রসেসিং ইউনিটকে কেন্দ্র করে এলাকায় কর্মসংস্থানে একটা আমূল পরিবর্তন আসবে বলেও দাবি করেন মন্ত্রী শ্রীনাথ। ফ্রুট প্রসেসিং ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি কৃষিমন্ত্রী রতনলাল নাথ এভাবে তার অভিমত ব্যক্ত করেন।মন্ত্রী বর্তমান যুগে অর্গানিক চাষাবাদ কতটা সময়োপযোগী তা তুলে ধরতে গিয়ে ‘খাদ্য খাবেন সুস্থ থাকার জন্য’ এটাই জৈব চাষাবাদের মূলমন্ত্র বলে সকলকে মেনে চলার আহ্বান জানান।
অর্গানিক চাষাবাদে রাজ্যের কৃষকরা ব্যাপক উপকৃত হবে বলে মন্ত্রী আশা ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, রাজ্যের মোট ভূমির পরিমাণ পঁয়ষট্টি লক্ষ চৌত্রিশ হাজার কানি হলেও এর মধ্যে কৃষিজমির পরিমাণ মাত্র আঠারো লক্ষ কানি। এর মধ্যেও ধান চাষ হয় পনেরো লক্ষ কানিতে যা পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মতো রাজ্যের তুলনায় খুবই নগণ্য। তা সত্ত্বেও রাজ্য কৃষি দপ্তর বিভিন্ন হাইব্রিড প্রজাতির ধান চাষ করে উৎপাদন ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে
তুলতে সক্ষম হয়েছে।কৃষি দপ্তর রাজ্যের কুইন প্রজাতির আনারসে যেভাবে জিআই ট্যাগ অর্জনে করতে সাফল্য পেয়েছে সেভাবেই রাজ্যের সবরি কলা ও সেন্টেজ লেবুর জিআই ট্যাগ অর্জনের জন্যও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।এদিনের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কৃষি দপ্তরের ডাইরেক্টর ড. ফনিভূষণ জমাতিয়া, কৃষি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর তথা ত্রিপুরা অর্গানিক মিশনের ডিরেক্টর রাজীব দেববর্মা, দপ্তরের সচিব অপূর্ব রায়, বিএসির চেয়ারম্যান জাকলু দেববর্মা, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক নাথ সহ অন্যরা।এদিকে, রাজ্যের মাটিতে উৎপাদিত কুইন আনারস, কালিখাসা চাল, এলাচি লেবু বিদেশে রপ্তানি করা যেতে পারে সে বিষয়ে বর্তমান সরকারের আগে কেউ চিন্তাভাবনা করেনি। এমনকী কৃষকদের নিয়ে মায়াকান্না যারা করতে শোনা যেত তারাও সেই বিষয়ে ভাবনাচিন্তা করেনি। এমনকি বর্তমান সরকার আসার আগে কৃষকদের উন্নয়নে ফার্মার্স প্রডিউসার কোম্পানি খোলার কোন পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চল্লিশটি এফপিসি খুলেছে। রাজ্য সরকারের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কৃষিতে আরও উন্নয়ন করে কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি করা। শনিবার লেফুঙ্গা এলাকায় ফার্মার্স প্রডিউসার কোম্পানির লাইসেন্স প্রদান অনুষ্ঠানে এ কথাগুলি বলেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ।
এদিন লেফুঙ্গা এলাকায় অবস্থিত তুইবাংমা অর্গানিক প্রডিউসার কোম্পানির হাতে লাইসেন্স তুলে দেন কৃষিমন্ত্রী। তারা কৃষিজাতীয় জৈব অর্গানিক পণ্য বিক্রি, আমদানি ও রপ্তানি করতে পারবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইম রুনিয়েল দেববর্মা এবং লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্য আধিকারিকরা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ৭২০ কানি অর্গানিক চাষের জমিতে পাঁচশো কৃষক কাজ করছে। সেই জমি সেদিন পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী।পাশাপাশি কৃষি দপ্তরের ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে কীভাবে বিভিন্ন সুবিধা লাভ করা যায় তারও বিভিন্ন প্রশিক্ষণ বিষয়টি প্রত্যক্ষ করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.