ফার্মেসির আড়ালে প্যাথলজিক্যাল অবৈধ ল্যাব, ক্ষোভ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- কৈলাসহরে ফার্মেসির আড়ালে চলছে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিক সহ রক্ত ও অন্যান্য পরীক্ষা। ভগবাননগরস্থিত জেলা হাসপাতাল ও কৈলাসহর গার্লস স্কুল রোড থেকে মৎস্য বাজার পর্যন্ত কয়েকটি ফার্মেসিতে চলছে অবৈধভাবে প্যাথলজিক্যাল ল্যাব। জানা গেছে, সেইসব ফার্মেসির মালিকরা অধিক মুনাফা লাভের জন্য তাদের ফার্মেসির ভিতরে তৈরি করেছেন চিকিৎসকদের ক্লিনিক। সেই ক্লিনিকে চিকিৎসক রোগী দেখার পর বিভিন্ন ধরনের রক্ত সহ অন্যান্য পরীক্ষা লিখে দিচ্ছেন। সেসব পরীক্ষার জন্য ফার্মেসিতেই লোক নিয়োগ করে রাখা
হয়েছে। তারা সেই রোগীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে পরবর্তী সময় তাদের হাতে রিপোের্ট ধরিয়ে দিচ্ছেন। জেলা হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসিতে দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধভাবে প্যাথলজিক্যাল ল্যাব চালিয়ে গেলেও কোনও ধরনের পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না স্বাস্থ্য বিভাগের। একইভাবে চলছে শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি ফার্মেসিতে অবৈধভাবে রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফার্মেসি মালিকরা এসব কাজকর্ম চালিয়ে গেলেও নীরব দর্শকের ভূমিকায় স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, ইতিমধ্যেকয়েকজন রোগী সহ রোগীর আত্মীয়স্বজনরা লিখিতভাবে রাজ্যের অ্যাসিস্টেন্ট ড্রাগ কন্ট্রোলারের নিকট তাদের অভিযোগ জানাবেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, দীর্ঘদিন ধরে এভাবে – ফার্মেসির আড়ালে প্যাথলজিক্যাল ল্যাব চালিয়ে গেলেও কোনও এক – অদৃশ্য কারণে স্বাস্থ্য বিভাগ চোখ বন্ধ করে রেখেছে। কিছু কিছু ফার্মেসির মালিক প্রশ্ন তুলতে শুরু করছেন এভাবে যদি ফার্মেসির আড়ালে প্যাথলজিক্যাল ল্যাব চালানো হয় তাহলে প্রকৃতপক্ষে যারা প্যাথলজিক্যাল ল্যাব তৈরি করেছেন তারা মার খাবেন। কয়েকজন রোগী সহ রোগীর আত্মীয়স্বজন্ জানিয়েছেন, সেই সমস্ত ফার্মেসিতে চিকিৎসকরা দেখার পর যে সমস্ত পরীক্ষা লিখে দিচ্ছে তা ফার্মেসির মালিকরা বাইরে অন্য কোনও ল্যাবে করতে দিচ্ছেন না। তারা জানিয়েছেন কিছুদিনের মধ্যে সেই সমস্ত ফার্মেসি মালিকদের ও ফার্মেসির নামধাম দিয়ে তারা লিখিতভাবে অভিযোগ জানাবেন স্থানীয় স্বাস্থ্য দপ্তর সহ অ্যাসিস্টেন্ট ড্রাগ কন্ট্রোলারের নিকট।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

2 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

8 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

1 day ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago