Categories: খেলা

ফিফার বড় সিদ্ধান্ত

এই খবর শেয়ার করুন (Share this news)

হাতে আর মাত্র পাঁচ মাস রয়েছে । আর তার পরেই কাতারে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে । আর তার আগেই এবার বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফার কর্তারা । এইবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলির খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়াল তারা । এইবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলি মোট ২৬ জন করে খেলোয়াড়কে রাখতে পারবে । করোনার পরবর্তীতে বদলে গিয়েছে কার্যত গোটা বিশ্বের সমাজ ব্যবস্থা । ফুটবল বিশ্বও কিন্তু তার ব্যতিক্রম নয় । করোনার প্রভাবে বদলে গিয়েছে ফুটবলের বেশ কিছু নিয়ম । যার সুফল নিয়ে বিশেষজ্ঞদের অনেকেই ভিন্ন মত প্রকাশ করেছেন । কিন্তু আবার সংক্রমণ এখন আগের থেকে অনেকটা কমে যাওয়ার ফলে ২০২০ সালে চালু হওয়া বিভিন্ন নিয়ম এখন ধীরে ধীরে ফের অবলুপ্তির পথে ।কিন্তু ৯০ মিনিটের ম্যাচে পাঁচ জন খেলোয়াড়ের বদলির নিয়ম অবশ্য আগের মতোই রয়েছে ।

কিন্তু ফিফা আগামী কাতার বিশ্বকাপকে পাখির চোখ রেখে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না । তাই প্রতিটি দলের স্কোয়াডে খেলোয়াড়দের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । ফুটবল বিশ্বকাপ সাধারণত গ্রীস্মে হয়ে থাকে। তবে এইসময়ে কাতারের তাপমাত্রা অত্যাধিক হওয়ার কারণে ফিফার কর্তারা বিশেষ বিবেচনায় মাধ্যমে এবারের বিশ্বকাপের আসর সরিয়ে নিয়ে গিয়ে শীতকালে করেছিল । কাতারের বিশ্বকাপের আসর আগামী ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত । আর এই সময়ে যাতে করোনা সংক্রমণের কোনও ঘটনার জন্য দলে প্রভাব না পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা । প্রচলিত নিয়ম অনুযায়ী , কোনও টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারত অংশগ্রহণকারী দেশগুলো । তবে শুক্রবার ফিফা জানায় , এবার সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড়কে নিয়ে স্কোয়াড গড়া যাবে।

করোনা মহামারির কারণে গত বছর উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কর্তারাও তিন জন বেশি খেলোয়াড়কে নিয়ে স্কোয়াড গড়ার অনুমতি দিয়েছিল । আর এবার আগামী কাতার বিশ্বকাপেও এই একই পথে হাঁটল ফিফা । তবে শুধু করোনাই নয় তার সঙ্গে ফিফা খেলোয়াড়দের কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন । তাদের মতে , করোনার কারণে ব্যস্ত সুচিতে ফুটবলারদের উপর যাতে করে বাড়তি ধকল না পড়ে সেটা নিশ্চিত করতেই নতুন করে এই নিয়ম চালু হল । সেই সঙ্গে কাতারের রেখেও জলবায়ুর কথা মাথায় অতিরিক্ত তিনজন খেলোয়াড়কে দলে রাখা সুবিধাজনক বলে মনে করছেন ফিফার কর্তারা । উল্লেখ্য , কাতারে উষ্ণ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফুটবলারদের কষ্ট হবে বলে স্টেডিয়ামগুলোতে এয়ারকন্ডিশনের ব্যবস্থা করা হয়েছে । একই ব্যবস্থা থাকবে দর্শকদের জন্যও।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

59 mins ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

2 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

2 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

2 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

3 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

3 hours ago