Categories: খেলাদেশ

ফিফা বিশ্বকাপের ম্যাচে প্রথমবার মহিলা রেফারি

এই খবর শেয়ার করুন (Share this news)

ক্রীড়াবিশ্বে ফিফা বরাবরই মহিলা ও পুরুষের সমান অধিকার নিয়ে আওয়াজ তুলে আসছে । আর সেই লক্ষ্যে এবার একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে ফিফা । পুরুষদের বিশ্বকাপে প্রথমবারের জন্য মহিলা রেফারিকে দেখতে পাওয়া যেতে চলেছে । কাতার বিশ্বকাপের জন্য ফিফার কর্তারা রেফারিদের প্যানেলের যে তালিকা প্রকাশ করেছে তাতে মোট ছয় জন মহিলা রেফারির নাম রয়েছে । আর এই খবর প্রকাশ্যে আসতেই ফিফাকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানাতে শুরু করেছে । তবে কোন কোন ম্যাচে মহিলা রেফারিদের দেখতে পাওয়া যাবে সেটা এখনও জানা যায়নি ।

এই বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে বিশ্বকপের আসর বসবে । আর সেখানে ম্যাচ পরিচলনা করার জন্য ফিফার কর্তারা মোট ১২৯ জন রেফারি ও সহ রেফারির নাম প্রকাশ করেছে । আর সেই তালিকাতেই মোট ছয় জন মহিলা রেফারি ও সহ – রেফারি রয়েছে । ফিফা যে রেফারির তালিকা প্রকাশ করেছে তাতে মোট ৩৬ জন রেফারি থাকবে । আর তাদের সহযোগী হিসাবে ৬৯ জনকে রাখা হয়েছে । শুধু তাই নয় ভিডিও রেফারিদের প্যানেলে মোট ২৪ জনকে রাখা হয়েছে । কিন্তু সেখানে এখনও মহিলা স্থান পাননি । তবে ভবিষ্যতে সেই প্যানেলেও মহিলাদের রাখা হবে বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে ।
এর আগে পুরুষদের চ্যাম্পিয়ান্স লিগে মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা গিয়েছিল । উয়েফার সেই সিদ্ধান্তকে তখন সারা বিশ্বই কুর্নিশ জানিয়েছিল । সেই কারণে এবার ফিফাও কিন্তু সেই একই পথে হাঁটল ।
ফিফা আগামী কাতার বিশ্বকাপের জন্য যে ছয় জন মহিলা রেফারিদের বেছে নিয়েছেন তারা হলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট , রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা , জাপানের ইওসিমি ইয়ামাসিতা । এই তিন মুখ্য রেফারির সঙ্গে ব্রাজিলের নিউজা বাকা , মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা ও আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্যাথরিন নেসবিট সহকারী রেফারি হিসাবে বিশ্বকাপে থাকবেন ।
এর আগে পুরুষদের চ্যাম্পিয়ান্স লিগে ফ্রাপার্ট ম্যাচ পরিচালনা করেছিলেন । তবে এরা ছাড়া বাকিদেরও পুরুষদের ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে । সেই কারণে এবারের পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারিদেরকে নিয়ে আরও উত্তেজনা বাড়বে বলে ফিফার কর্তারা আশা প্রকাশ করেছেন।
ফিফার রেফারি নির্বাচন কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা বলেছেন , ‘ বেশ কয়েক বছর ধরেই আমরা মহিলা রেফারিকে পুরুষদের বিশ্বকাপে নিয়ে আসবো বলে প্রক্রিয়া শুরু করেছিলাম । শেষ পর্যন্ত মহিলা রেফারিরা ফিফা বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পারায় ভাল লাগছে । এটা হওয়া উচিত ছিল । বিশ্বের সব পর্যায়ে মহিলারা নিজেদের প্রমাণ করেছেন । সেই কারণে এই বিশ্বকাপকেও আমরা বাদ দিইনি । সারা বিশ্ব জুড়ে যে মহিলা রেফারিরা রয়েছেন তাদের মধ্যে থেকেই আমরা সেরা ছয় জনকে বেছে নিয়েছি । ‘

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

18 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

22 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

22 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

22 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

2 days ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

2 days ago