Categories: খেলাদেশ

ফিফা বিশ্বকাপের ম্যাচে প্রথমবার মহিলা রেফারি

এই খবর শেয়ার করুন (Share this news)

ক্রীড়াবিশ্বে ফিফা বরাবরই মহিলা ও পুরুষের সমান অধিকার নিয়ে আওয়াজ তুলে আসছে । আর সেই লক্ষ্যে এবার একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে ফিফা । পুরুষদের বিশ্বকাপে প্রথমবারের জন্য মহিলা রেফারিকে দেখতে পাওয়া যেতে চলেছে । কাতার বিশ্বকাপের জন্য ফিফার কর্তারা রেফারিদের প্যানেলের যে তালিকা প্রকাশ করেছে তাতে মোট ছয় জন মহিলা রেফারির নাম রয়েছে । আর এই খবর প্রকাশ্যে আসতেই ফিফাকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানাতে শুরু করেছে । তবে কোন কোন ম্যাচে মহিলা রেফারিদের দেখতে পাওয়া যাবে সেটা এখনও জানা যায়নি ।

এই বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে বিশ্বকপের আসর বসবে । আর সেখানে ম্যাচ পরিচলনা করার জন্য ফিফার কর্তারা মোট ১২৯ জন রেফারি ও সহ রেফারির নাম প্রকাশ করেছে । আর সেই তালিকাতেই মোট ছয় জন মহিলা রেফারি ও সহ – রেফারি রয়েছে । ফিফা যে রেফারির তালিকা প্রকাশ করেছে তাতে মোট ৩৬ জন রেফারি থাকবে । আর তাদের সহযোগী হিসাবে ৬৯ জনকে রাখা হয়েছে । শুধু তাই নয় ভিডিও রেফারিদের প্যানেলে মোট ২৪ জনকে রাখা হয়েছে । কিন্তু সেখানে এখনও মহিলা স্থান পাননি । তবে ভবিষ্যতে সেই প্যানেলেও মহিলাদের রাখা হবে বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে ।
এর আগে পুরুষদের চ্যাম্পিয়ান্স লিগে মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা গিয়েছিল । উয়েফার সেই সিদ্ধান্তকে তখন সারা বিশ্বই কুর্নিশ জানিয়েছিল । সেই কারণে এবার ফিফাও কিন্তু সেই একই পথে হাঁটল ।
ফিফা আগামী কাতার বিশ্বকাপের জন্য যে ছয় জন মহিলা রেফারিদের বেছে নিয়েছেন তারা হলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট , রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা , জাপানের ইওসিমি ইয়ামাসিতা । এই তিন মুখ্য রেফারির সঙ্গে ব্রাজিলের নিউজা বাকা , মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা ও আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্যাথরিন নেসবিট সহকারী রেফারি হিসাবে বিশ্বকাপে থাকবেন ।
এর আগে পুরুষদের চ্যাম্পিয়ান্স লিগে ফ্রাপার্ট ম্যাচ পরিচালনা করেছিলেন । তবে এরা ছাড়া বাকিদেরও পুরুষদের ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে । সেই কারণে এবারের পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারিদেরকে নিয়ে আরও উত্তেজনা বাড়বে বলে ফিফার কর্তারা আশা প্রকাশ করেছেন।
ফিফার রেফারি নির্বাচন কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা বলেছেন , ‘ বেশ কয়েক বছর ধরেই আমরা মহিলা রেফারিকে পুরুষদের বিশ্বকাপে নিয়ে আসবো বলে প্রক্রিয়া শুরু করেছিলাম । শেষ পর্যন্ত মহিলা রেফারিরা ফিফা বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পারায় ভাল লাগছে । এটা হওয়া উচিত ছিল । বিশ্বের সব পর্যায়ে মহিলারা নিজেদের প্রমাণ করেছেন । সেই কারণে এই বিশ্বকাপকেও আমরা বাদ দিইনি । সারা বিশ্ব জুড়ে যে মহিলা রেফারিরা রয়েছেন তাদের মধ্যে থেকেই আমরা সেরা ছয় জনকে বেছে নিয়েছি । ‘

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

22 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

22 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

23 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

23 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

23 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

24 hours ago