ফিরে গেলেন জি-টোয়েন্টি অতিথিরা
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || তিনদিনের রাজ্য সফর শেষ করে বৃহস্পতিবার রাজ্য ত্যাগ করলেন জি-টোয়েন্টি প্রতিনিধি দল।
এ দিন বেলা এগারোটা নাগাদ এয়ার এশিয়ার চার্টার্ড বিমান তাদের নিয়ে দিল্লীর উদ্দেশে পাড়ি দেয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ দিন দেশ ও বিদেশের ৪৮ জন প্রতিনিধি ওই বিমানে রাজ্য ছাড়েন। গত দুই এপ্রিল রাজ্যে আগমণের সময় তাদের উষ্ণ আন্তরিকতায় আপ্যায়ন করা হয়। বিদায়ের মুহূর্তেও তাদের সেভাবেই বিদায় জানানো হয়। জাতি জনজাতি কৃষ্টি ও পরম্পরার মিশেলে তাদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিমানবন্দর চত্বরে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এমবিবি বিমানবন্দরে রাজ্যের ঐতিহ্যবাহী জনজাতি নৃত্যের আয়োজন করা হয় ৷
নৃত্যের অনুষ্ঠানে গা ভাসিয়ে দেন দেশও বিদেশের অতিথিরা। রীতিমতো তৃপ্তি ও একরাশ আনন্দ নিয়েই জি-টোয়েন্টি প্রতিনিধি হাসিমুখে রাজ্য ছাড়েন। সেই সাথে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছেন রাজ্যের অতিথেয়তার। শিল্পীদেরও তারা কুর্নিশ জানিয়ে গেছেন বিমানে উঠার আগে মুহুর্তে।
এ দিন বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন পিসিসিএফ কে এস শেঠি, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্ৰা, পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, তথ্য ও সংস্কৃতি অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যরা। বিজ্ঞান সামিটে অংশ নিতেই ১৯টি দেশের প্রতিনিধিগণ রাজ্যে আসেন। তিন ও চার এপ্রিল দু’দিনব্যাপী ওই সম্মেলন চলে।