ফিরে গেলেন জি-টোয়েন্টি অতিথিরা

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || তিনদিনের রাজ্য সফর শেষ করে বৃহস্পতিবার রাজ্য ত্যাগ করলেন জি-টোয়েন্টি প্রতিনিধি দল।


এ দিন বেলা এগারোটা নাগাদ এয়ার এশিয়ার চার্টার্ড বিমান তাদের নিয়ে দিল্লীর উদ্দেশে পাড়ি দেয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ দিন দেশ ও বিদেশের ৪৮ জন প্রতিনিধি ওই বিমানে রাজ্য ছাড়েন। গত দুই এপ্রিল রাজ্যে আগমণের সময় তাদের উষ্ণ আন্তরিকতায় আপ্যায়ন করা হয়। বিদায়ের মুহূর্তেও তাদের সেভাবেই বিদায় জানানো হয়। জাতি জনজাতি কৃষ্টি ও পরম্পরার মিশেলে তাদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিমানবন্দর চত্বরে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এমবিবি বিমানবন্দরে রাজ্যের ঐতিহ্যবাহী জনজাতি নৃত্যের আয়োজন করা হয় ৷


নৃত্যের অনুষ্ঠানে গা ভাসিয়ে দেন দেশও বিদেশের অতিথিরা। রীতিমতো তৃপ্তি ও একরাশ আনন্দ নিয়েই জি-টোয়েন্টি প্রতিনিধি হাসিমুখে রাজ্য ছাড়েন। সেই সাথে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছেন রাজ্যের অতিথেয়তার। শিল্পীদেরও তারা কুর্নিশ জানিয়ে গেছেন বিমানে উঠার আগে মুহুর্তে।



এ দিন বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন পিসিসিএফ কে এস শেঠি, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্ৰা, পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, তথ্য ও সংস্কৃতি অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যরা। বিজ্ঞান সামিটে অংশ নিতেই ১৯টি দেশের প্রতিনিধিগণ রাজ্যে আসেন। তিন ও চার এপ্রিল দু’দিনব্যাপী ওই সম্মেলন চলে।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

5 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

5 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

5 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

6 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago