Categories: খেলা

ফুটবল ম্যাচে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ!

এই খবর শেয়ার করুন (Share this news)

শনিবার কদমতলা স্কুল মাঠে উত্তর ফুলবাড়ি এফসি বনাম কাঁঠালতলি একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়বার আয়োজিত ফুটবল ম্যাচের সেমিফাইনাল চলাকালীন সময়ে রণক্ষেত্র ক্রীড়াঙ্গন। দু’দলের উত্তেজনাপূর্ণ এই সেমিফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফুলবাড়ি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে দু’দলের দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে মাঠে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে এই উত্তেজনা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একসময় উত্তেজিত জনতা মাঠের ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ, টিএসআর ও সিআরপিএফ বাহিনী। কিন্তু ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। একসময় পুলিশ ও টিএসআর জওয়ানের উপর চেয়ার ছুড়ে মারে কিছু অতি উৎসাহী উত্তেজিত জনতা। এদিকে, কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব মাঠে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় অবশেষে বাধ্য হয়ে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর কর্মীরা লাঠি চালায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু দু’দলের সেমিফাইনাল খেলার এখানেই সমাপ্তি ঘটে। ম্যাচের রেফারির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর ফুলবাড়ি এফসিকে জয়ী বলে ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী সোমবার একই মাঠে হবে ফাইনাল ম্যাচ। এমতাবস্থায় সাধারণ মানুষ থেকে প্রশ্ন উঠছে ফাইনাল ম্যাচটি কী আদতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কদমতলা থানার অফিসার ইনচার্জ সুশান্ত দেব সহ পুলিশ, সামরিক বাহিনীর কর্মীরা সঠিক সময়ে পরিস্থিতি সামাল না দিলে অন্য চেহারা নিতো এই ঘটনা। জানা গেছে, এই সেমিফাইনাল ম্যাচটি এর আগে একবার হয়েছিল, কিন্তু সে সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থাকায় গণ্ডগোল বাধে আর ম্যাচটি ভেঙে যায়। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটি সহ দু’দলের মধ্যে বৈঠকে বসে পুনরায় সেমিফাইনাল ম্যাচ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এ দিনের ম্যাচে পুনরায় গণ্ডগোল বাধে। ফুটবলপ্রেমী দর্শকরা হতাশ হয়ে বাড়ি ফেরেন। সকলেই চাইছেন ফাইনাল ম্যাচটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কদমতলা মাঠের দীর্ঘদিনের সুনাম বজায় থাকে।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

22 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

22 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

22 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

22 hours ago