শনিবার কদমতলা স্কুল মাঠে উত্তর ফুলবাড়ি এফসি বনাম কাঁঠালতলি একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়বার আয়োজিত ফুটবল ম্যাচের সেমিফাইনাল চলাকালীন সময়ে রণক্ষেত্র ক্রীড়াঙ্গন। দু’দলের উত্তেজনাপূর্ণ এই সেমিফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফুলবাড়ি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে দু’দলের দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে মাঠে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে এই উত্তেজনা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একসময় উত্তেজিত জনতা মাঠের ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ, টিএসআর ও সিআরপিএফ বাহিনী। কিন্তু ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। একসময় পুলিশ ও টিএসআর জওয়ানের উপর চেয়ার ছুড়ে মারে কিছু অতি উৎসাহী উত্তেজিত জনতা। এদিকে, কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব মাঠে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় অবশেষে বাধ্য হয়ে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর কর্মীরা লাঠি চালায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু দু’দলের সেমিফাইনাল খেলার এখানেই সমাপ্তি ঘটে। ম্যাচের রেফারির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর ফুলবাড়ি এফসিকে জয়ী বলে ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী সোমবার একই মাঠে হবে ফাইনাল ম্যাচ। এমতাবস্থায় সাধারণ মানুষ থেকে প্রশ্ন উঠছে ফাইনাল ম্যাচটি কী আদতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কদমতলা থানার অফিসার ইনচার্জ সুশান্ত দেব সহ পুলিশ, সামরিক বাহিনীর কর্মীরা সঠিক সময়ে পরিস্থিতি সামাল না দিলে অন্য চেহারা নিতো এই ঘটনা। জানা গেছে, এই সেমিফাইনাল ম্যাচটি এর আগে একবার হয়েছিল, কিন্তু সে সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থাকায় গণ্ডগোল বাধে আর ম্যাচটি ভেঙে যায়। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটি সহ দু’দলের মধ্যে বৈঠকে বসে পুনরায় সেমিফাইনাল ম্যাচ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এ দিনের ম্যাচে পুনরায় গণ্ডগোল বাধে। ফুটবলপ্রেমী দর্শকরা হতাশ হয়ে বাড়ি ফেরেন। সকলেই চাইছেন ফাইনাল ম্যাচটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কদমতলা মাঠের দীর্ঘদিনের সুনাম বজায় থাকে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…