Categories: খেলা

ফুটবল ম্যাচে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ!

এই খবর শেয়ার করুন (Share this news)

শনিবার কদমতলা স্কুল মাঠে উত্তর ফুলবাড়ি এফসি বনাম কাঁঠালতলি একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়বার আয়োজিত ফুটবল ম্যাচের সেমিফাইনাল চলাকালীন সময়ে রণক্ষেত্র ক্রীড়াঙ্গন। দু’দলের উত্তেজনাপূর্ণ এই সেমিফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফুলবাড়ি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে দু’দলের দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে মাঠে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে এই উত্তেজনা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একসময় উত্তেজিত জনতা মাঠের ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ, টিএসআর ও সিআরপিএফ বাহিনী। কিন্তু ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। একসময় পুলিশ ও টিএসআর জওয়ানের উপর চেয়ার ছুড়ে মারে কিছু অতি উৎসাহী উত্তেজিত জনতা। এদিকে, কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব মাঠে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় অবশেষে বাধ্য হয়ে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর কর্মীরা লাঠি চালায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু দু’দলের সেমিফাইনাল খেলার এখানেই সমাপ্তি ঘটে। ম্যাচের রেফারির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর ফুলবাড়ি এফসিকে জয়ী বলে ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী সোমবার একই মাঠে হবে ফাইনাল ম্যাচ। এমতাবস্থায় সাধারণ মানুষ থেকে প্রশ্ন উঠছে ফাইনাল ম্যাচটি কী আদতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কদমতলা থানার অফিসার ইনচার্জ সুশান্ত দেব সহ পুলিশ, সামরিক বাহিনীর কর্মীরা সঠিক সময়ে পরিস্থিতি সামাল না দিলে অন্য চেহারা নিতো এই ঘটনা। জানা গেছে, এই সেমিফাইনাল ম্যাচটি এর আগে একবার হয়েছিল, কিন্তু সে সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থাকায় গণ্ডগোল বাধে আর ম্যাচটি ভেঙে যায়। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটি সহ দু’দলের মধ্যে বৈঠকে বসে পুনরায় সেমিফাইনাল ম্যাচ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এ দিনের ম্যাচে পুনরায় গণ্ডগোল বাধে। ফুটবলপ্রেমী দর্শকরা হতাশ হয়ে বাড়ি ফেরেন। সকলেই চাইছেন ফাইনাল ম্যাচটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কদমতলা মাঠের দীর্ঘদিনের সুনাম বজায় থাকে।

Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

7 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

7 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

7 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

7 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

7 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

7 hours ago