ফুল ও খেজুর দিয়ে বরণ করা হল এবছরের প্রথম হজযাত্রীদের।

এই খবর শেয়ার করুন (Share this news)

করোনা মহামারির দুই বছর সীমিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ। এবার করোনা পর্বের আগের মতোই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সর্ববৃহৎ হজ’।এবার ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে।ভারত, বাংলাদেশ মালয়েশিয়ার হজযাত্রীদের আগমনের মাধ্যমে শুরু হয়ে গেল এবারের হজের আনুষ্ঠানিক কার্যক্রম।জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনালে তাদের ফুল ও খেজুর উপহার দিয়ে বরণ করা হয় এবং ‘হজ মুবারক’ ও ‘হজ মাবরুর’ বলে শুভেচ্ছা জানানো হয়।সৌদি আরবের ইমিগ্রেশন, হজ ও উমরাহ মন্ত্রণালয়,বিদেশ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সৌদি আরবের রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি-এর স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ জাভেদ পাটওয়ারি।মক্কা রুট ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে।এদিকে মালয়েশিয়া থেকে হজযাত্রীদের প্রথম কাফেলা মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। মদিনা অঞ্চলের পাসপোর্ট বিভাগ এবং হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে হজযাত্রার পুরো কার্যক্রমকে আরও সহজ করতে এবং হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে ২০১৯ সালে ‘দ্য মক্কা রুট’ উদ্যোগ চালু হয়। এর মাধ্যমে হজযাত্রীদের অনলাইন ভিসা থেকে শুরু করে প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা ও নিজ দেশে যাত্রীর লাগেজ সাজানো নিশ্চিত করা হয়।এর আগে গত জানুয়ারি মাসে জেদ্দায় অনুষ্ঠিত হজ এক্সপোতে হজযাত্রীর সংখ্যা ও বয়সের বিধি-নিষেধ তুলে নিয়ে আগের মতো বৃহৎ পরিসরে হজ আয়োজনের ঘোষণা দেন সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ।২০ লাখের বেশি লোক হজে অংশ নেবেন বলে আশা করেন তিনি।বিভিন্ন দেশের ১২ লাখের বেশি হজযাত্রী আনা-নেওয়ায় ১৭৬টির বেশি বিমান পরিষেবায় অংশ নিয়েছে।জেদ্দা ও মদিনার পাশাপাশি প্রথমবারের মতো এবার রিয়াদ, তায়েফ, ইয়ানবু ও দাম্মামসহ সৌদি আরবের অভ্যন্তরীণ ছয়টি বিমানবন্দর হজযাত্রীদের সেবায় ব্যবহৃত হবে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।করোনার পর এবারই প্রথম ২0 লাখের বেশি লোক হজ পালনে অংশ নেবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত ২২ মে থেকে শুরু হওয়া বিমান আগামী ২২ জুন পর্যন্ত হজযাত্রীদের নিয়ে যাবে।করোনার আগের বছর ২০১৯ সালে প্রায় ২৫ লাখের বেশি মানুষ পবিত্র হজ পালন করেছেন। করোনা মহামারির কারণে ২০২০ সালে সৌদিতে বসবাসরত সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। ২০২১ সালে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৬০ হাজার লোক হজ পালন করেন। সর্বশেষ গত বছর বিভিন্ন দেশের ১০ লাখের বেশি লোক হজ পালন করেন।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

8 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago