ফের অক্সিজেনের সংকটে বিমানে রোগী নিতে বিপত্তি।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || এয়ার ইণ্ডিয়ার বিমানে আবার অক্সিজেনের অভাবে আগরতলা থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় গুরুতর অসুস্থ রোগী নেওয়া যাচ্ছে না।গত ৫ দিন ধরেই এয়ার ইণ্ডিয়ার স্থানীয় কর্তৃপক্ষ বিমানে রোগী নিতে অক্সিজেন সিলিণ্ডারের ব্যবস্থা করতে পারছে না। সেই কারণে উন্নত চিকিৎসার অভাবে আগরতলার জিবি এবং বেসরকারী আইএলএস হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা দ্রুত নেওয়ার পরামর্শ দিলেও রোগীর আত্মীয়স্বজন বিমানে নিতে পারছেন না।এর মধ্যে মাত্র ২২ দিন বয়সের নবজাতক শিশু যেমন রয়েছে তেমনি আরও বিভিন্ন বয়সেরও রোগী রয়েছেন। গুরুতর অসুস্থ স্ট্রেচার ও হুইল চেয়ারে নেওয়ার রোগীও রয়েছেন।কোন রোগীর পরিবার গত ৫ দিন ধরে,আবার কোন রোগীর পরিবার ৪ দিন ধরে,৩ দিন ধরে,২ দিন ধরে এয়ারইণ্ডিয়ার আগরতলা বিমান বন্দর কর্তৃপক্ষকে,কেউ আবার ট্র্যাভেল এজেন্সিতে গিয়ে বিমানে গুরুতর অসুস্থ রোগী কলকাতায় নেওয়ার জন্য বারবার জানাচ্ছেন।আবেদন নিবেদন করছেন।কিন্তু এয়ার ইণ্ডিয়ার বিমানে গুরুতর অসুস্থ রোগী নিতে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেনের সাপোর্ট দিয়ে নিতে হয়।কিন্তু এয়ার ইণ্ডিয়ার বিমানে অক্সিজেন সিলিণ্ডার না থাকায় রোগী নেওয়া যাচ্ছে না।রোগী আটকে পড়েছেন।তাতে বৃহস্পতিবার রাতে বেশ ক’জন রোগীর উদ্বিগ্ন আত্মীয়স্বজন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিতে না পারায় রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। উল্লেখ্য, গত এক মাস আগেও এয়ার ইণ্ডিয়ার বিমানে গুরুতর অসুস্থ রোগী কলকাতার ও বহিঃরাজ্যে নিতে এই রকম অক্সিজেন সিলিণ্ডারে সংকট দেখা দিয়েছিল।১২ দিন অক্সিজেন সিলিণ্ডারের অভাবে গুরুতর অসুস্থ রোগী তখন নেওয়া সম্ভব হয়নি।তারপর এখন আবার সেই চরম বিপত্তি দেখা দিয়েছে।রাতে এয়ার ইণ্ডিয়ার সংশ্লিষ্ট এক অফিসার জানান, এয়ার ইণ্ডিয়ার কলকাতা বিমানবন্দর অফিসে অক্সিজেন সিলিণ্ডার না থাকায় এই সমস্যা দেখা দেয়। তিনি জানান, ১-২ দিনের মধ্যে অক্সিজেনের সংকট মিটানোর চেষ্টা চলছে।অভিযোগ উঠেছে এয়ার ইণ্ডিয়ার কলকাতাস্থিত ইঞ্জিনীয়ারিং সার্ভিস বিভাগের অসহযোগিতায় ও এয়ার ইণ্ডিয়ার এয়ারপোর্টে সার্ভিস বিভাগের উদাসীনতায় অক্সিজেন নিয়ে কদিন পর পর এই সমস্যা দেখা দিচ্ছে।প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার এক বছর আগে এয়ার ইণ্ডিয়াকে বেসরকারী টাকা কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার পর থেকে বিমান পরিষেবায় এই সব জটিল সমসা দেখা দিচ্ছে বলেও অভিযোগ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

12 hours ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

12 hours ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

12 hours ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

12 hours ago

ফের চারধাম যাত্রায় হেলিকপ্টার সার্ভিস চালু!!

অনলাইন প্রতিনিধি :-ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে, নিরাপত্তার জন্য চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ…

14 hours ago

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!!

অনলাইন প্রতিনিধি :-রাতভর দীর্ঘক্ষন আলোচনা হয়, তারপরই দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে…

14 hours ago