দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বুধবার দুপুরে উত্তর জেলা সফরে ধর্মনগরে আসলেন রাজ্য বিজেপি দলের নির্বাচনী পর্যবেক্ষক ডাঃ মহেন্দ্র সিং। এদিন সড়ক পথে তিনি প্রথমেই চলে আসেন ধর্মনগর জেল রোড স্থিত সার্কিট হাউসে। সেখানে বেলা একটায় জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে ডাঃ মহেন্দ্র সিং সহ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি অমিত রক্ষিত, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক বিনয় ভূষণ দাস, মলিনা দেবনাথ প্রমুখ। দলীয় সূত্রে খবর আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি দলের রণকৌশল ঠিক করা সহ দলের কার্যকরতাদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে তিনি ধর্মনগরে এসেছেন। এদিন বেলা চারটায় ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা ও মহকুমা স্তরের সকল কার্যকরতাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিধায়িকা মলিনা দেবনাথ ও উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপাধ্যক্ষ তার ভাষণে নির্বাচনী পর্যবেক্ষককে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করে বলেন, যখনই ভারতীয় ক্রিকেট দল বেকায়দায় পড়েছে তখনই মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলকে রক্ষা করেছে। তাই এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঃ মহেন্দ্র সিং কে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে ত্রিপুরায় পাঠিয়েছেন বিজেপি দলকে রাজ্যে পুনরায় ক্ষমতায় আনার জন্য। সাংগঠনিক বৈঠকে প্রধান বক্তা ডাঃ মহেন্দ্র সিং দলের কর্মীদের আগামী নির্বাচনে সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। এদিন সন্ধ্যায় দলের পুরনো কার্যকরতাদের নিয়ে ধর্মনগর সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এক সাক্ষাতে ডাঃ মহেন্দ্র সিং জানান, তিনি উত্তর জেলা সফরে ধর্মনগরে এসেছেন দলীয় কার্যকর্তাদের সাথে মিলিত হওয়ার জন্য। তাই তিনি জেলা নেতৃত্ব থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত সকলের সাথে দেখা করছেন আগামীর রণকৌশল ঠিক করতে। তিনি বলেন, উত্তর জেলায় বিজেপি দলের কাজকর্ম সঠিক দিশায় চলেছে। দলের কার্যকর্তারা সঠিক ভাবে দলের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে রাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরছে বলে দাবি করেন।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…