Categories: দেশ

ফের চোখ রাঙাচ্ছে কোভিডঃ রাজ্যগুলিকে সতর্কতা কেন্দ্রের

এই খবর শেয়ার করুন (Share this news)

ফের চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিবেশী চিন দেশে করোনার বাড়বাড়ন্তের পরপরই এদেশেও উদ্বেগ ছড়িয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসের স্মৃতি এখনও টাটকা গোটা বিশ্ববাসীর মনে। সে বছরের ডিসেম্বরেই চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়েছিলো করোনা নামক এক ভয়াবহ দানব। সাম্প্রতিককালে করোনার তান্ডব কমে গেছিল অনেকটাই। গোটা বিশ্ব করোনার প্রকোপ থেকে বেরিয়ে ক্রমেই স্বাভাবিক হয়ে ওঠেছিলো। কিন্তু এরই মধ্যে ফের চিনে ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে করোনার। ফলে আগেভাগে সতর্ক থাকার জন্য ভারত সরকার উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বুধবার করোনা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে সব রাজ্যকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিমানবন্দরগুলিতে নির্দেশ পাঠানো হয়েছে চিন থেকে এবং অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের রেণ্ডাম কোভিড পরীক্ষা করতে হবে। শ্রী মান্ডবিয়া বলেছেন, কোভিড এখনও শেষ হয়ে যায়নি। আমি সংশ্লিষ্টদের এমর্মে সতর্ক থাকতে আবেদন করেছি এবং নজরদারি চালাতেও বলেছি। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা তৈরি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার উপর কি কোপ পড়তে চলেছে? কেন্দ্রীয় সরকার এদিন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে কোভিড বিধি মেনে চলার জন্য বলেছে। যদি কোভিড বিধি না মানা হয় তাহলে হয়তো ভারত জোড়ো যাত্রা বন্ধ করে দেওয়া হতে পারে- এমনই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসও এনিয়ে তাদের বক্তব্য কেন্দ্রকে জানিয়ে দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এদিন চিঠি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাওবিয়া। এদিনই রাজস্থান থেকে হরিয়ানায় প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, যদি ভারত জোড়ো যাত্রায় কোভিড বিধি না মানা হলে ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি পরিস্থিতি মোতাবেক হয়তো একে বন্ধ করেও দেওয়া হতে পারে। এজন্য যাত্রায় মাঙ্গ, স্যানিটাইজার ইত্যাদি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, পাল্টা কায়েসের অধীর রঞ্জন চৌধুরী বলেন, কোথায় ছিল গুজরাটের প্রধানমন্ত্রীর জনসভায় কোভিড বিধি? অধীর বলেন, হয়তো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে পছন্দ হচ্ছে না। মনসুখ মাওবিয়া জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই চিঠি লিখেছেন বলে বক্তব্য অধীরের। এদিকে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
আহুত বৈঠকে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য)
ডা. ভি কে পল জানান, এদেশে প্রায় ২৭-২৮% মানুষই কেবল এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদিন বৈঠকে জানানো হয় যে, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু – এই পাঁচটি রাজ্যে নতুন করে কোভিড কেস পাওয়া যাচ্ছে। যদিও সামগ্রিকভাবে দেশে কোভিড কেসের সংখ্যা অনেকটাই নীচে চলে এসেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চিনের পাশাপাশি জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিলেও করোনার প্রকোপ বাড়ার খবর পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত প্রদেশগুলিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ চিঠি পাঠিয়ে বলেছেন, রাজ্যগুলিকে সতর্ক থাকতে হবে এবং নয়া প্রজাতির সন্ধান পেলে সঙ্গে সঙ্গেই কেন্দ্রের গোচরে নিতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভারতে এ পর্যন্ত কোভিডের নয়া প্রজাতি বিএফ-৭ -এর তিনটি কেস শনাক্ত হয়েছে, যা চিনে নয়াভাবে ব্যাপক হারে সংক্রমিত হচ্ছে।অন্যদিকে বণিক সংস্থা ফিকি জানিয়েছে, বিশ্বের বহু দেশে ইউক্রেন- রাশিয়া যুদ্ধের জন্য অর্থনীতির মন্দাভাব পরিলক্ষিত হলেও ভারত আশাবাদী কোনও আর্থিক মন্দাভাব এদেশে পরিলক্ষিত হবে না। এ মর্মে ফিকি বলেছে, প্যানিক হবার কোনও কারণ নেই। চিনে এমন কোনও সংক্রমণ হয়নি। ভারত সরকার সতর্ক রয়েছে অতীত থেকে শিক্ষা নিয়ে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে জেএমএম সাংসদ!!

অনলাইন প্রতিনিধি :-কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফিরছিলেন। ফেরার পথেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি…

3 hours ago

শ্রম দপ্তরে এক করণিকের বিরুদ্ধে অর্থ লুঠের অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-সুশাসনে আর্থিক দুর্নীতি জাঁকিয়ে বসেছে। সরকারী এবং সরকার অধিগৃহীত বিভিন্ন দপ্তরে যেন অর্থ…

6 hours ago

চার বছর ধরে আটকে থাকা পদোন্নতি মিললো দুই ঘণ্টায়!!

অনলাইন প্রতিনিধি :-চার বছর ধরে পদোন্নতি ফাইলবন্দি। যদিও ইউজিসির নির্দেশিকায় ২০২২ এর ২১ এপ্রিল থেকেই…

6 hours ago

খুব বেশি দূরে নয়, যখন আসাম আদর্শ হবে: মোদি।।

অনলাইন প্রতিনিধি :-উত্তর পূর্ব ভারত মঙ্গলবার ভবিষ্যতের একটি নতুন যাত্রা শুরু করছে।আসামের অবিশ্বাস্য সম্ভাবনা ও…

6 hours ago

সাসপেন্ড ১২ জন আপ বিধায়ক!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…

1 day ago

শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন!!

অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…

1 day ago