ফের চড়িলামে দুঃসাহসিক চুরি!!
অনলাইন প্রতিনিধি :-চড়িলামের বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোর!! ঘটনা শনিবার গভীর রাতে।খবর নিয়ে জানা গেছে, চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ তাঁর অসুস্থ মা কে নিয়ে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে তাদের পরিবারের সকল সদস্যদের মায়ের কাছে রাত কাটাতে হয়েছে। ফলে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর রাজকুমার দেবনাথের বাড়ির গেইটের ও ঘরের তালা ভেঙে শোকেস ,আলমারি থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ৩ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে চম্পট দেয়। যাওয়ার সময় সিসি ক্যামেরার মেশিনও নিয়ে যায়।