অনলাইন প্রতিনিধি :-ধর্মনগরে চুরিকাণ্ড অব্যাহত। কিছুদিন অন্তর অন্তর শান্তি ও সংস্কৃতির শহর ধর্মনগরের বিভিন্ন এলাকায় নির্দ্বিধায় কোন প্রকার বাধাবিঘ্ন ছাড়া চুরি কাণ্ড সংঘটিত করছে চোরের দল। এর থেকে প্রতিকার চাইছেন সাধারণ জনগণ। এবার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত করল নিশি কুটুম্বের দল। সোমবার গভীর রাতে ধর্মনগর বাজারে দুর্গা মণ্ডপ সংলগ্ন রাথুরাম ঘোষের পাইকারি চালের দোকানে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করল চোরের দল। জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। এরপর দিন অর্থাৎ মঙ্গলবার সকালে তিনি দোকানের শাটার খুলে দেখেন ভেতরে জিনিসপত্র সব এলোমেলো। ক্যাশবাক্স সহ ষ্টীলের আলমারির লকার ভাঙা। চোরের দল দোকান ঘরের পেছনে থাকা কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে। দোকান ঘরের পেছনের দরজায় ছিটকিনি লাগানোর পর কাঠ দিয়ে দরজা বন্ধ করা ছিল। কিন্তু চোরের দল শাবল দিয়ে সেই দরজা ভেঙে ফেলে। তিনি জানিয়েছেন, চোরের দল ক্যাশ বাক্স ভেঙ্গে আনুমানিক নগদ সাত আট হাজার টাকা এবং ষ্টীলের আলমারির লকার ভেঙ্গে নগদ সাতত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এরপরই তিনি এই বিষয়ে অবগত করেন ধর্মনগর থানাকে। চুরি কাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব ইনস্পেকটর বিশ্বাস সাহা। তিনি সম্পূর্ণ ঘটনার বিবরণ নথিভুক্ত করে তদন্তের জন্য ক্যাশবাক্স সহ লোহার শাবল জব্দ করে থানায় নিয়ে আসেন। শহরের প্রাণ কেন্দ্রে এই ধরণের চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় পুলিশের রাত্রিকালীন টহলদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে।
অনলাইন প্রতিনিধি :-পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো শম্ভু ও খানৌরি সীমান্ত। দুই সীমান্ত…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে আবারও চিকিৎসার অবহেলা ও গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে…
অনলাইন প্রতিনিধি :-কলকাতা স্পোর্টস ক্লাবের উদ্যোগে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিটিএ অনূর্ধ্ব ১৩ মহিলা ফুটবল…
এ যেন এক অন্য ধরনের বিশ্বজয়। মহাকাশে গবেষণার তাগিদে নয় মাস আগে যে মেয়ে পাড়ি…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে কৃষিক্ষেত্রে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা হচ্ছে উদ্যানজাত (হর্টি) ফসল চাষে।শুধু তাই নয়,এতে কৃষকদের…
অনলাইন প্রতিনিধি :-নাগপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে চার জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন…