Categories: দেশ

ফের ধাক্কা কংগ্রেসে, দল ছাড়লেন কপিল সিব্বল!

এই খবর শেয়ার করুন (Share this news)

দল ছাড়লেন কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিব্বল । কংগ্রেস ছেড়ে এবার তিনি যোগ দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। ইতিমধ্যেই এসপির হয়ে রাজ্যসভার মনোনয়নপত্র জমা দিয়েছেন সিব্বল । বুধবার মনোনয়ন পেশের সময় তাঁর পাশে ছিলেন সমাজবাদী দলের সুপ্রিমো অখিলেশ যাদব । গ্রেসের এই প্রবীণ নেতা বহুদিন ধরেই দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন । তাঁকে প্রকাশ্যে একাধিকবার কংগ্রেস তথা সোনিয়া ও রাহুল গান্ধীর নিয়মনীতির বিরোধিতাও করতে দেখা গিয়েছে । ফলে বেশ কয়েকদিন ধরেই তাঁর দল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। আর সেই সম্ভাবনাকে সত্যিতে রূপান্তরিত করে বুধবার তিনি সমাজবাদী দলের হয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন । পেশায় আইনজীবী কপিল সিব্বল দীর্ঘ বছর ধরে কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন । মনমোহন জামানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।

কিন্তু বেশ কিছুদিন ধরেই সিব্বলের গলায় শোনা যাচ্ছিল উল্টো সুর । আর তাই তাঁকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল দলে। এমনকি সম্প্রতি কংগ্রেস তাঁকে আবার রাজ্যসভায় পাঠাবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়। শেষমেষ হাত শিবির ছেড়ে অখিলেশের সঙ্গেই হাত মেলানোর সিদ্ধান্ত নিলেন সিব্বল। সিব্বলের দাবি , গত ১৬ মে তিনি কংগ্রেস ছেড়েছেন । এরপর বুধবার অর্থাৎ ২৫ মে তিনি অখিলেশ যাদবের হাত ধরেই সমাজবাদী দলের সাংসদ পদ প্রার্থী হিসাবে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন । মনোনয়ন জমা দেওয়ার পর কপিল বলেন , ‘ আমি বরাবরই বিরোধী কথা বলে এসেছি । অন্যদিকে উত্তরপ্রদেশের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক । আশা করছি আমি আমার ভূমিকায় অনড় থেকে এসপির হয়েও সংসদে আওয়াজ তুলতে পারব । ‘ উল্লেখ্য , বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের মধ্যে কপিল সিব্বল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম । সম্প্রতি জয়পুরের চিন্তন শিবিরে কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির তথা জি ২৩ – এর দুই নেতা আনন্দ শর্মা এবং গুলাম নবি আজাদকে সোনিয়ারা গুরুত্ব দিলেও কংগ্রেসে ক্রমশই কোমঠাসা হচ্ছিলেন সিব্বল । যেখানে জি ২৩ – এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি । আর তার জেরেই এই দলবদলের সিদ্ধান্ত বলে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

Dainik Digital

Recent Posts

ইএসআইর ডিসপেনসারির বেহাল দশায় রোগীরা বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…

1 day ago

নয়া উদ্বেগ এইচএমপিভি!!

২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…

1 day ago

আরও ২৫ স্কুল বিদ্যাজ্যোতির আওতায়!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…

1 day ago

তীব্র ভূমিকম্প তীব্বতে, মৃত্য মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…

1 day ago

এনএইচআইডিসিএলের ভূমিকা রহস্যজনক, প্রশ্নের মুখে সরকার!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…

1 day ago

কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করুন: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…

1 day ago