Categories: খেলা

ফের ধাক্কা ভারতীয় দলে, এবার চোটে ছিটকে গেলেন চাহার

এই খবর শেয়ার করুন (Share this news)

ফের বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণে ভারতের স্কোয়াড থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার। চোটের কারণে আগেই অনিশ্চিত হয়ে পড়েছিলেন। দীপক চাহার। এবার আসন্ন টি টোয়ন্টি বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন তিনি। টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে যা নিঃসন্দেহে বড় ধাক্কা রোহিত শর্মার দলের কাছে। যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজার পর এবার চোটের কারণে চাহার ছিটকে যাওয়ার পর এখন ভারতীয় দল কিন্তু বেশ ধাক্কা খেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ দলে ছিলেন চাহার। দীপক বিশ্বকাপের দলে না থাকলেও ছিলেন স্ট্যান্ড-বাইদের তালিকায়। ফলে বুমরার পরিবর্ত হিসাবে দলে ঢোকার লড়াইয়ে চাহারই ছিলেন সারির প্রথমের দিকে। কিন্তু এবার ফের বদলে গেল ছবিটা। এখনও পর্যন্ত বুমরার চোটে পড়ার পর তার বিকল্প খেলোয়াড়ের নাম সরকারিভাবে ঘোষণা করতে পারেনি বিসিসিআই। আগামী সপ্তাহে জানানো হতে পারে সেই নাম। কিন্তু বিশ্বকাপে চাহার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন বলে ভারতীয় ম্যানেজমেন্ট আগেই জানিয়েছিল। তাই এবার বুমরার পর চাহার ছিটকে যাওয়ার পর ধাক্কা খেয়েছে ভারত।।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ চোটের কারণে খেলতে পারেননি চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে’তে খেলতে নামার আগে অনুশীলনের সময় পা মচকে যায় চাহারের। তার বদলে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, চলতি বছর পিঠে চোটের কারণে একাধিক ম্যাচে মাঠের বাইরে বসতে হয়েছে চাহারকে। খেলতে পারেননি আইপিএলেও। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজে দলে ফিরেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি- টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন।
কিন্তু আবার খেলার সময় চোট পেয়েছিলেন। এবারে বিশ্বকাপ খেলাও হচ্ছে না তার। চাহারকে পাঠানো হবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে রিহ্যাব চলবে তার।বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলে একাধিক ক্রিকেটার চোট পাওয়ার ফলে নতুন করে ঘর গোছাতে হচ্ছে রোহিত শর্মা ও টিন ম্যানেজমেন্টকে। বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষই পাকিস্তান। এমন কঠিন লড়াইয়ের আগে প্রথম একাদশ সাজাতে কার্যত হিমশিমই খেতে হচ্ছে ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মূল দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে। শুধু তাই নয় পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলা রয়েছে তাদের।
অস্ট্রেলিয়ার সবকটি পিচই কিন্তু পেস নির্ভর। আর এই পরিস্থিতিতে ভারতীয় দলের পেস বোলাররা এভাবে চোট পেতে শুরু করলে ভারতীয় জয় বেশ কঠিন হতে পারে বলেই ক্রিকেটের বিশেষজ্ঞমহল মনে করছেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

3 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

3 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

5 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

5 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

5 hours ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

6 hours ago