ফের নিষ্ফলা বৈঠক।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের বিরোধী ভোট এক করতে প্রাথমিকভাবে সম্মত হলো সবকটি বিরুদ্ধে দল।তবে উপভোটে সব বিরোধী দল একসাথে বিজেপির বিরুদ্ধে প্রচারে যাবে কি না?এ সিদ্ধান্ত আজও হয়নি। ফলে ধোঁয়াশাই থেকে গিয়েছে। মঙ্গলবার বিধানসভার সিপিএম বিধায়ক জিতেন চৌধুরীর কক্ষে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়।তবে এটা ঠিক সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মতো বিরোধীদলের ভোট ভাগাভাগির সুফল শাসনদল বিজেপিকে দিতে চাইছেন না সিপিএম, কংগ্রেস ও তিপ্রামথা।এই কারনেই একের পর এক বৈঠকে মিলিত হচ্ছেন সিপিএম, কংগ্রেস ও তিপ্রা মথার রাজ্য নেতৃত্বে। কিন্তু অবাক করার বিষয় হলো ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীর সমর্থনে তিপ্রা মথা ও কংগ্রেস দল সরাসরি প্রচারে যাচ্ছে কি না? মঙ্গলবারের বৈঠকেও তার চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কয়েকবার তিপ্রা মথা ও কংগ্রেস রাজ্য নেতৃত্বকে বিজেপির বিরুদ্ধে সিপিএমের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।তবে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য বিরোধী’ ভোট ভাগাভাগি আটকানো আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে আবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ মাত্র দুদিন আগে সাংবাদিকদের জানান, সিপিএম বন্ধুরা আমাদের কাছে কোন সাহায্য চাননি । এদিকে বৈঠক প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানান, সব বিরোধীদলকে একসাথে আনার চেষ্টা হচ্ছে। যাতে বিরোধী দলের ভোট ভাগাভাগি রোখা যায়। কারণ তিপ্রা মথা দলের সম্পর্কে প্রচার হলো সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নাকি তিপ্ৰা মথার কারণে বিজেপি পুনরায় ক্ষমতা এসেছে।এই ধারনা এখন রাজ্যবাসীর কাছে ভূল প্রমাণিত হবে।তবে একটা বিষয় পরিষ্কার তিপ্রা মথা রাজ্যের প্রধান বিরোধীদল।তাই শাসকদল বিজেপির সাথে তিপ্ৰা মথা যাচ্ছে না।তবে উপভোটে তিপ্ৰা মথা কি করবে এই সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। সিপিএম আমাদের কাছে সাহায্যের আবেদন করেছেন। তাই তিপ্রা মথার রাজ্য নেতৃত্বে আবারও বৈঠক বসবেন। এরপর বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হবে তিপ্রা মথা ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপভোটে সিপিএমের সমর্থনে যাচ্ছে কিনা। তবে তার আগে তিপ্ৰা মথা কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। এদিনের বৈঠকে মানিক দে, নারায়ণ কর, বিজয় রাঙ্খল, জগদীশ দেববর্মা, আশিস কুমার সাহা, জিতেন চৌধুরী, বৃষকেতু দেববর্মা, রতন ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

33 mins ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

1 hour ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

1 hour ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

2 hours ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

3 hours ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

3 hours ago