ফের প্রিমিয়ার লিগে ফিরলেন দিয়েগো কোস্তা
গত জানুয়ারীতে অ্যাটলেটিকো মিনেইরো ছাড়ার পর থেকে এই কয়েক মাস আর কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যায়নি স্প্যানিশ তারকা ফুটবলার দিয়েগো কোস্তাকে । তবে এবার নতুন ক্লাবে যোগ দিলেন তিনি । ফ্রি ট্রান্সফারে তাকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স । প্রেস বিবৃতি দিয়ে গত সোমবার এই বিষয়টি জানিয়েছে ইংলিশ ক্লাবটি । চলতি মরশুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন কোস্তা । দুই মরশুম আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার পর আর সেভাবে ইউরোপীয় ফুটবলে দেখতে পাওয়া যায়নি । ২০১০-২০১৪ সাল পর্যন্ত তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে প্রথম দফায় খেলেছিলেন । তারপর চেলসিতে গিয়েছিলেন খেলতে । এরপর আবারও তিনি মাদ্রিদে ফিরে এসেছিলেন । এবার ফের প্রিমিয়ার লিগে ফিরতে পেরে খুশি তিনি । খুব তাড়াতাড়ি মাঠে নেমে পড়বেন বলে জানিয়েছেন ।