ফের ভোল বদল সুদীপ রায় বর্মনের!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ২০২৩ রাজ্য বিধানসভার হাইভোল্টেজ নির্বাচনের পাঠ চুকে যেতেই, স্বভাবসিদ্ধ ভাবে কয়েকদিন নিজেকে আড়াল করে রেখে,প্রত্যাশিত ভাবেই ফের ভোল বদল করে নিলেন বামগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। শুধু ভোল বদল করে নিলেন বললে ভুল হবে, একেবারে ৩৬০ ডিগ্রী পাল্টি খেলেন। এবার বিধানসভা নির্বাচনের পুর্বে ভোট ভিক্ষা করতে গিয়ে রাজ্যবাসীর কাছে আহবান রেখে সুদীপ বাবু বলেছিলেন, মানুষ যদি সুযোগ দেয় তাহলে কিছু করে দেখাবেন। যদি সুযোগ না দেয় তাহলে এটাই তার শেষ নির্বাচন। এই নির্বাচনের পর তিনি রাজনীতিকে আলবিদা জানাবেন। এটা অন্য কারো কথা নয়। এটা ছিলো সুদীপ বাবুর নিজেরই কথা।
১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ২ রা মার্চ ভোট গননা হয়েছে। ভোটের পর এবং ভোট গননার আগে এই মাঝের সময়টাতেও সুদীপ বাবু কখনো হাতের আঙ্গুল গুনে, কখনো নিজের বুক ঠুকে অনেক কথাই বলেছিলেন। সেগুলো না হয় আর নাই বলা হলো। কিন্তু বিস্ময়ের ঘটনা হলো, ২ রা মার্চ ভোট গননার পর উমাকান্ত ভোট গননা কেন্দ্র থেকে বেড়িয়ে নিজেকে লুকিয়ে রাখলেন বিধায়ক আবাসের চারদেওয়ালের মাঝে। ভোট গননার পর সারা রাজ্যে মার খেয়েছে দলীয় কর্মীরা। তাদের বাড়ী ঘর পুড়েছে। অনেকে এলাকা ছাড়া এখনো। কিন্তু সুদীপ বাবু কোথাও যাননি। সন্ত্রাসে ক্ষতিগ্রস্থ দলীয় কর্মীদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদের খোঁজ খবর পর্যন্ত নেননি। সিপিএমের ভোটে জয়ী হয়ে বিধায়ক আবাসে মুখ লুকিয়ে রেখেছিলেন।
১৭ মার্চ শুক্রবার ভোট গননার টানা চৌদ্দদিন পর তিনি প্রথম বেরিয়ে এলেন বিধায়ক আবাস থেকে বিধানসভায় শপথ নেওয়ার জন্য। দলের তিন বিধায়কের মধ্যে বাকি দুইজন আগেরদিনই শপথ নিয়ে নিয়েছেন। তিনি অনেকটা দল ছুটের মতো শুক্রবার শপথ নিলেন একা। স্বাভাবিকভাবেই শুক্রবার বিধানসভায় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন,আপনি তো রাজনীতি থেকে আলবিদা নেবেন বলেছিলেন।? প্রশ্ন শুনেই অনেকটা ক্ষেপে গেলেন সুদীপ বাবু। একেবারে ৩৬০ ডিগ্রী পাল্টি খেয়ে বলেন, আমি এমন কথা বলিনি!
তার এই বক্তব্যের পর স্বাভাবিক ভাবেই গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলেন, রাজনীতি যারা করেন তাদের মান- ইজ্জত -সম্মান- লজ্জা- সরম – নীতি – আদর্শ বলতে কিছুই নেই। সুদীপ বাবু তাদের মতোই একজন। অনর্গল মিথ্যা বলা, তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।