পরনে বোরখা , হাতে তরোয়াল । কীভাবে শিরশ্ছেদ করতে হয় , সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে ছাত্রীদের । সম্প্রতি পাকিস্তানের কুখ্যাত লাল মসজিদের অন্দরে চলা এহেন কার্যকলাপের একটি ভিডিও প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । জেহাদি কার্যকলাপ ও আলকায়দার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে লাল মসজিদের যোগাযোগ সবার জানা । ২০০৭ সালে রাজধানী ইসলামাবাদের বুকে অবস্থিত ওই মসজিদ সেনা ও জঙ্গিদের মধ্যে ভয়াবহ যুদ্ধের সাক্ষী থাকে । ওই ঘটনা পাকিস্তানের ‘ অপারেশন ব্লু স্টার ’ বললেও অত্যুক্তি করা হবে না । এহেন লাল মসজিদের অন্দরে চলা এহেন কার্যকলাপের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । সেখানে দেখা যাচ্ছে , তরুণীদের তরোয়াল চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । তাদের সেখানো হচ্ছে , পয়গম্বরের ‘ অসম্মান ’ করলেই ‘ কাফির’দের শিরশ্ছেদ করতে হবে । বলে রাখা ভালো , ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ’ । এই বিষয়ে এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন বিশিষ্ট সমাজসেবী তথা বিশ্লেষক আমিনা বেগম আনসারি । তার মতে , ইসলামের অবমাননার বিষয়টি সুধীমণ্ডলিতে আলোচনার বিষয় । এক্ষেত্রে কাউকে শারীরিক শাস্তি দেওয়া যায় না । তিনি বলেন , আজ আমরা দেখতে পাই কীভাবে ইসলামের অবমাননা হলে শারীরিক শাস্তি দিতে হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে । এসব বন্ধ করতে হবে । ভারত এবং ভারতীয় মুসলমানদের জন্য এই শিক্ষা ভয়ঙ্কর । তিনি আরও অভিযোগ করেন যে , অলট নিউজ এর সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের মতো লোকজন এর জন্য দায়ী । তারাই ধর্ম অবমাননার এই জিগির তুলেছেন । প্রসঙ্গত , ২০০৭ সালের ৩ জুলাই লাল মসজিদে জঙ্গি দমন অভিযান চালায় প্রায় ৬,০০০ পাকিস্তানি সেনা , কমান্ডো ও রেঞ্জাররা । ন’দিন ধরে চলা ভয়াবহ লড়াইয়ের পর ১১ জুলাই মসজিদের দখল নেয় সেনা । ওই অভিযানে অন্তত ৯১ জন জঙ্গি নিহত হয় । প্রাণ হারান ১১ জন পাকিস্তানি সেনা । যদিও আসল সংখ্যা অনেক বেশি বলেই মনে করেন বিশেষজ্ঞরা । নিহত জঙ্গিদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান ছাড়াও অন্য বিদেশি জঙ্গি ছিল । এদের মধ্যে ১২ জন ছিল উইঘুর । গ্রেপ্তার জঙ্গিদের মধ্যে ছিল তাজিক , উজবেক , চেচেন জেহাদিরা । এহেন লাল মসজিদে ফের জেহাদি কার্যকলাপে পাকিস্তান সরকারের চাপ যে বাড়বে তা বলাই বাহুল্য ।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…