ফের সিপাই হাওরে অবরোধ!
দৈনিক সংবাদ অনলাইন।। খোয়াই থেকে চম্পাহাওর রাস্তার বেহাল দশা নিয়ে ফের শুক্রবার রাস্তা অবরোধ করল স্থানীয় জনগণ। গত ৪ জুলাই এই রাস্তার ভগ্নদশা নিয়ে এলাকার জনগণ রাস্তা অবরোধ করেছিল। সেই সময় অবরোধ স্থলে ছুটে এসেছিলেন পূর্ত দপ্তরের আধিকারিক সঞ্জীব দাস।
তিনি অবরোধকারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিন দিনের মধ্যে ভগ্ন রাস্তা সারাই করে দেবেন। এলাকার মানুষজন এই প্রতিশ্রুতি পর আরো সাত দিন অপেক্ষা করলেন কিন্তু রাস্তা আর সারাই হলো না। ফলে শুক্রবার ফের সড়ক অবরোধ করে জনগন।