অনলাইন প্রতিনিধি :-আপনার পায়ের নিচের মাটি কেঁপে ওঠার আগেই হাতের মুঠোফোনে সেই খবর জানিয়ে দেবে গুগল! হ্যাঁ, ভারতের জন্য এমনই এক পরিষেবা নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বৃহৎ সংস্থা গুগল।এই পরিষেবার নাম ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’।তবে এটি পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড-৫ বা তার পরের সংস্করণের অপারেটিং সিস্টেম থাকতে হবে। নিজেদের ব্লগে গুগল জানিয়েছে, তারা ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনার পরে গত বুধবার, সংস্থার পঁচিশ বছরের প্রতিষ্ঠা দিবসে ভারতে এই ব্যবস্থাটি নিয়ে এসেছে। তবে এটি চালু হবে আগামী সপ্তাহে।সংস্থার দাবি, এই সতর্কতা ব্যবস্থাটি অ্যান্ড্রয়েড ফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্পের আঁচ তো পাবেই,এমনকি তার তীব্রতাও মাপতে পারবে।আর ইন্টারনেট সিগন্যাল যেহেতু আলোর গতিতে চলে, তাই কম্পন তীব্র হওয়ার কিছুটা আগেই ফোনে পৌঁছে যাবে সংশ্লিষ্ট এলাকায় ভূমিকম্পের সতর্কবার্তা। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই ফোন মারফত আগাম সাবধান করা হবে ব্যবহারকারীকে। গুগল বলছে, কোনও অঞ্চলে একই সময়ে একসঙ্গে অনেক ফোন যদি ভূ-কম্পনের ইঙ্গিত দেয়, তা হলে সংস্থার সার্ভার ভূমিকম্পের আশঙ্কা টের পাবে। তার ভরকেন্দ্র, তীব্রতা-সহ খুঁটিনাটি তথ্যও জানতে পারবে। তখন সার্ভারই ফোনে পাঠাতে
পারবে সতর্কবার্তা। কী ভাবে কাজ করবে গুগলের এই সিস্টেম? এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যানড্রয়েড অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা এক্ষেত্রে ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে। এটি শনাক্ত করবে কম্পন। জানা গেছে, ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। যার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করা হবে। উল্লেখ্য, গত বুধবার ২৫ বছরে পা দিয়েছে গুগল। জন্মদিনে ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশনে মেতে ওঠে আমেরিকা ভিত্তিক এই সার্চ ইঞ্জিন সংস্থা।১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর পথ চলা শুরু হয়েছিল গুগলের। ক্যালিফোর্নিয়ার ছোট্ট একটি গ্যারেজের মধ্যেই কম্পিউটার নিয়ে বসে পড়েছিলেন ল্যারি পেজ এবং সার্জি ব্রিন। এরপর কেটে গেছে দীর্ঘ সময়।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…