এই খবর শেয়ার করুন (Share this news)

ওটা ছাড়া এখন চলেই না । তাই অভ্যাস করার ইচ্ছে হয়েছে । অনেক ভেবে – চিন্তে , তবে এ সিদ্ধান্ত । গত প্রায় সাত বছর ব্যবহারে ক্লান্ত । পরিবেশকে নিয়ন্ত্রিত করার জন্য এ ব্যবহার , তাতে যেন সত্তার সঙ্গে আপস করতে হচ্ছে । বংশ পরম্পরায় এ পরিবর্তন চলতে থাকলে , সর্বনাশ । মারাত্মক সর্বনাশ । উমা ওটা বুঝেছে । তাই আজ ‘ ফোমো ’ বিরোধী দিবস । ‘ ফিয়ার অব মিসিং আউট ’ — এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আজ সারাদিন মোবাইল ফোনটাকে পাওয়ার অফ অর্থাৎ স্যুইচ অফ করে রাখার সংকল্প নিয়েছে উমা ।

প্রথম প্রথম অজয় ওটা বুঝতে পারেনি । ‘ কী গো তোমার মোবাইল ফোনটা কোথায় ? স্যুইচ অফ বলছে । ‘
‘ আজ ওটা ব্যবহার করব না । ‘ ‘ পাগল হয়েছ ? এগারোটা বাজুক , এগজিকিউটিভ সাহেবের দাবড়ানি খেলে , তবে খুলবে । ‘ ‘ খুলবই না । আজ ফোমো বিরোধী দিবস । ‘ ‘ ওটা আবার কী ? ’ ‘ এটা একটা মানসিক রোগ নিরাময় দিবস । কোনও কিছু মিস হয়ে যাচ্ছে , তাই বারে বারে বোকা ছোট্ট বাক্সে হাত রাখা , টিপ দিয়ে দেখা , প্রতি মুহূর্তে সময় নষ্ট করার একাধিক এজেন্সির সতর্কর্তা , অ্যাডিকশনের ম্যানেজমেন্ট — সব আজ বন্ধ থাকবে । জীবনে অন্তত কিছুটা সময় অন্যের অধীনস্ত থাকতে হবে না । কিছু হারানোর , কোনও কিছু মিস করার তাড়া নেই । ‘

‘ অনেক বড় কথা হল । আজ ছুটির দিন নয় । ছেলে মাত্র স্কুলে গেল । অফিস আছে । ভাবিয়া করিও কাজ … ’ বলে অজয় শেভিং করতে চলল । মনে মনে ভাবছে , আজ ঝামেলা হবেই । তবে ওটা উমার নতুন কোনও অভ্যেস নয় । কিছুটা হুতাশে চলে । অন্যদিকে ভাবলে , এ যে ‘ মোবাইল ফোনের একাদশী ’ – এও স্বাস্থ্যের পক্ষে ভাল।
অজয়ের ফোন বাজছে । ধরে দেখা গেল , উমার বোন , অজয়ের শ্যালিকা ফোন করেছে । ‘ দাদাবাবু , ভাল আছেন ?
দিদিকে ফোনে পাচ্ছি না । ‘ ‘ আজ পাওয়া যাবে না । আজ ফোমো বিরোধী দিবস । ‘ ওটা আবার কী ? ’ ঊষার কর্কশ প্রশ্ন । ‘ তোমার দিদিকেই জিজ্ঞাসা করো । ” উমা বলছে , ‘ না আমি আজ ফোনে কথা বলব না । ’

ঊষা বোধহয় মনে মনে ভেবেছে , দিদির পাগলামি কী পর্যায়ে জানি আছে ! অজয়ের ফোন আবার বেজে উঠল .। স্বামী পূর্ণানন্দজী , ছেলের স্কুলের অধ্যক্ষ । ছেলের ব্যাপারে ফোন করেছেন । ম্যাডামকেও চাই । সবিনয়ে অজয় বলল , ‘ ম্যাডাম আজ উপোস করেছেন । ‘ অধ্যক্ষ মহারাজ আর কথা বাড়ালেন না । ফোন রাখলেন । আজ কেউ উমাদেবীকে ফোনে পাচ্ছে না । তাই তার স্বামীকে ফোন করে খোঁজ নিচ্ছেন ।
যথা সময়ে বাড়ির সাহায্যকারী মাসিকে ঘরে রেখে স্বামী – স্ত্রী অফিসে চলল । উমা আজ মাসিকে আরও ভাল করে সতর্ক করল , ছেলে আসলে কী কী করতে হবে বলল । এ যে অতি সতর্কতা । অজয় স্ত্রী – কে অফিসে ছাড়তে আসার সময় ঠিক পাঁচটা পঞ্চাশে নিতে আসবে বলে দশটা বাজার আগেই কামান চৌমুহনীতে চলল ।

অজয় অফিসে পৌঁছে , নিয়ম করে ঘণ্টাখানেক পর উমাকে ফোন করবেই , ওটা আজ আর হল না । একটা বিপত্তি এসেছে । অফিসের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার উমাকে ফোনে না পেয়ে অজয়কে ফোন করেন । ‘ আরে উমা ম্যাডাম কোথায় ? ‘ তা অফিসেই আছে । ‘ না , না , ফোন করলে স্যুইচ অফ বলছে । ‘ অজয়ের ভারী রাগ হল , আরে স্যুইচ অফ মানে কি কেউ অফিসে নেই ! আশ্চর্য ! স্ত্রী – র সিনিয়রকে ওটা বলা যায় না । দু’জনেই দু’জনকে ধন্যবাদ জানিয়ে এ যাত্রা শেষ করল । ‘ ফোমো ’ নিয়ে উমাদেবী , পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সারাটা দিন কাটালেন । অফিসে কেউ টের পেলেন না । সম্পূর্ণ ডিটাচড বাড়ি থেকে , উমা তাই পাঁচটা পঞ্চাশের আগেই অজয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে রইল ।

প্রতিটা সেকেন্ডকে মিনিট মনে হচ্ছে । ছেলের খবর অফিসে এসে আর নেওয়া হয়নি । এটা অজয় প্রতিদিন করে থাকে । তবুও যেন একটা শূন্যতা । অন্যদিন কাজের চাপেও অন্তত চারবার কথা হয় । ছেলে পাপুর খবর নিতে ভুল হয় না । সাহায্যকারী মাসিকে পুরোনো ফোনটা দেওয়া আছে । মাসিও খুব খুশি । ইতিমধ্যে নেটের সুবিধা না থাকলেও পাপু মাসির ফোনে হাত পাকাচ্ছে । টমটম , অটোরিক্সাগুলি সাংঘাতিক বিরক্তিকর । পাঁচটা সাতচল্লিশ । সন্ধ্যার কাকটা ঘরে ফিরতে যেন ‘ কা ! কা ! ’ করে রহস্য করছে । উমা যে ‘ ফোমো ‘ নিয়ে ব্যস্ত , তা ওই কালা ব্যাটা জানবে কী করে । অধীর আগ্রহের শেষ , অজয় গাড়ি নিয়ে এসে উমা ম্যাডামকে গাড়িতে তুলে নিল । ঘরে যাওয়ার মুখে এ যেন দু’জনের বহুদিনের অপেক্ষার দেখা , মনে হল ।

সবটাই মানসিক । মানসিক দূরত্ব কমিয়েছিল ‘ মোবাইল ফোন ’ । অজয় একটু নীচু গলায় বলল , ‘ ফোমো , তোমার উপবাস ভালই হল ? ’ পাশে বসা ড্রাইভার কালু কিছুই বুঝতে পারলেন না । এরই মধ্যে তাদের ঘর চলে আসে । ‘ ফোমো ’ – র চক্করে উমাদেবীর সমস্তটা দিন অন্তত টেনশন থেকে মুক্ত হল । দৌড়ঝাঁপ নেই । দু’জনে মিলে , স্বামী – স্ত্রী ঘরে ঢুকলে পাপু একটু রাগ করে মা – কে কথা না বলার কারণ জিজ্ঞাস করল । ‘ তুই বুঝবি না , ফোমো … আরও বলার ছিল । একটু বড় হলেই পাপু সব বুঝতে পারবে । তবে , ওটা ছাড়া বরং ভালই চলল । বোবা মোবাইলের দিকে তাকিয়ে ভাবল উমাদেবী ।

————নির্মল অধিকারী

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

22 hours ago