‘ফ্রি’র জমানা শেষ, ফেসবুক- ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য খসবে এবার গ্যাঁটের কড়ি?

এই খবর শেয়ার করুন (Share this news)

বিনামূল্যে পরিষেবার দিন শেষ। এবার থেকে
ফেসবুক ব্যবহারের জন্যও খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। টাকা খসবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও। রবিবারই এই ঘোষণা করল মেটা। সূচনার সময়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জু়কেরবার্গ বলেছিলেন যে ফেসবুক আজীবন ‘বিনামূল্যে পরিষেবা দেবে’। কোনও টাকা দিতে হবে না ফেসবুক ব্যবহারের জন্য। কিন্তু সেই প্রতিশ্রুতিই ভেঙে রবিবার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই মেটা’র সমাজমাধ্যম এখন থেকে পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করল। মেটা সংস্থার সিইও মার্ক জু়কেরবার্গ জানান, সংস্থার তরফে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা আনা হচ্ছে। এবার থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ অ্যাকাউন্টে ব্লু- টিক পাওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্ক খরচ করতে হবে। আপাতত মেটার তরফে ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্যকরা হয়েছে, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ১ হাজার টাকা। সম্প্রতিই ইলন মাস্ক ট্যু ইটারেও একই পরিষেবা চালু করেছেন। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামও একই পথ অনুসরণ করল। মেটার তরফে জানানো হয়েছে, যারা এই পরিষেবা সাবস্ক্রাইব করবে, তাদের অ্যাকাউন্ট বা প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ থাকবে যা ইঙ্গিত করবে যে এই ব্যবহারকারীর অ্যাকাউন্ট সরকারি পরিচয়পত্র দেখে যাচাই করা হয়েছে। এতে ভুয়ো প্রোফাইল বা ভুয়ো পরিচয়ে প্রতারণার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এছাড়া যাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থাকবে, তাদের কাস্টমার সার্ভিসের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুবিধা থাকবে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে অ্যাকাউন্ট পৌঁছে দেওয়ার সুবিধাও দেওয়া হবে ‘পেইড ভেরিফিকেশন’এর ক্ষেত্রে। চলতি মাসের ৯ তারিখ থেকে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম ট্যু ইটার পেইড সাবস্ক্রিপশন পরিষেবা ‘ট্যুইটার ব্লু’ শুরু করেছিল। ভারতে মোবাইল ইউজারদের ব্লু-টিক পেতে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবার ফিচার ব্যবহার করতে প্রতি মাসে ৯০০ টাকা খরচ করতে হয়। এছাড়া, কোম্পানি ৬৫০ টাকায় সবচেয়ে কম দামের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানও শুরু করেছে। এই প্ল্যানটি ওয়েব ইউজারদের জন্য আনা হয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড
এবং জাপান সহ কয়েকটি দেশে ‘পেইড ভেরিফিকেশন’ চালু হয়েছিল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

4 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

13 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

13 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

21 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

22 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

23 hours ago