‘ফ্রি’র জমানা শেষ, ফেসবুক- ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য খসবে এবার গ্যাঁটের কড়ি?

এই খবর শেয়ার করুন (Share this news)

বিনামূল্যে পরিষেবার দিন শেষ। এবার থেকে
ফেসবুক ব্যবহারের জন্যও খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। টাকা খসবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও। রবিবারই এই ঘোষণা করল মেটা। সূচনার সময়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জু়কেরবার্গ বলেছিলেন যে ফেসবুক আজীবন ‘বিনামূল্যে পরিষেবা দেবে’। কোনও টাকা দিতে হবে না ফেসবুক ব্যবহারের জন্য। কিন্তু সেই প্রতিশ্রুতিই ভেঙে রবিবার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই মেটা’র সমাজমাধ্যম এখন থেকে পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করল। মেটা সংস্থার সিইও মার্ক জু়কেরবার্গ জানান, সংস্থার তরফে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা আনা হচ্ছে। এবার থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ অ্যাকাউন্টে ব্লু- টিক পাওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্ক খরচ করতে হবে। আপাতত মেটার তরফে ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্যকরা হয়েছে, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ১ হাজার টাকা। সম্প্রতিই ইলন মাস্ক ট্যু ইটারেও একই পরিষেবা চালু করেছেন। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামও একই পথ অনুসরণ করল। মেটার তরফে জানানো হয়েছে, যারা এই পরিষেবা সাবস্ক্রাইব করবে, তাদের অ্যাকাউন্ট বা প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ থাকবে যা ইঙ্গিত করবে যে এই ব্যবহারকারীর অ্যাকাউন্ট সরকারি পরিচয়পত্র দেখে যাচাই করা হয়েছে। এতে ভুয়ো প্রোফাইল বা ভুয়ো পরিচয়ে প্রতারণার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এছাড়া যাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থাকবে, তাদের কাস্টমার সার্ভিসের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুবিধা থাকবে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে অ্যাকাউন্ট পৌঁছে দেওয়ার সুবিধাও দেওয়া হবে ‘পেইড ভেরিফিকেশন’এর ক্ষেত্রে। চলতি মাসের ৯ তারিখ থেকে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম ট্যু ইটার পেইড সাবস্ক্রিপশন পরিষেবা ‘ট্যুইটার ব্লু’ শুরু করেছিল। ভারতে মোবাইল ইউজারদের ব্লু-টিক পেতে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবার ফিচার ব্যবহার করতে প্রতি মাসে ৯০০ টাকা খরচ করতে হয়। এছাড়া, কোম্পানি ৬৫০ টাকায় সবচেয়ে কম দামের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানও শুরু করেছে। এই প্ল্যানটি ওয়েব ইউজারদের জন্য আনা হয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড
এবং জাপান সহ কয়েকটি দেশে ‘পেইড ভেরিফিকেশন’ চালু হয়েছিল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

12 hours ago