বইমেলা সফলে বৈঠক!!
অনলাইন প্রতিনিধি :-আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে শুরু হতে যাচ্ছে ৪২ তম আগরতলা বইমেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে আয়োজিত ৪২ তম আগরতলা বইমেলাকে সফল করে তুলতে এবং যাবতীয় প্রস্তুতিতে যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্য মঙ্গলবার বইমেলা পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে। সভার সভাপতিত্ব করেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া পরিচালন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়িকা মিনারানী সরকার, আইসিএ অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।