বঙ্গবন্ধু বায়োপিকের ট্রেলার ঘিরে হতাশা, সমালোচনার ঝর

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারত – বাংলাদেশের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগাল নির্মিত বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র বাংলাদেশিদের হতাশ করেছে । সমালোচনার ঝড় উঠেছে ‘ মুজিব – দ্য মেকিং অফ আ নেশন ‘ সিনেমার ট্রেলার নিয়ে । ‘ মুজিব বায়োপিকের এই ট্রেলারটি ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ হয়েছে বৃহস্পতিবার রাত ১০ টায় । এরপর থেকেই সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে । বাঙালির আবেগ – ভালোবাসার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো জীবনের একঝলক পর্দায় দেখে হতাশ সিনেমাসংশ্লিষ্ট লোকজন থেকে সাধারণ দর্শকরা । সবার দাবি , অবমূল্যায়ন করা হয়েছে বঙ্গবন্ধুকে । বঙ্গবন্ধু চরিত্রে বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর কন্ঠ , ভিএফএক্স , ইতিহাসের সঙ্গে ট্রেলারের দৃশ্য না মেলার মতো অনেক অসামঞ্জস্যতা আছে দাবি করে হতাশা ব্যক্ত করেছেন বিভিন্ন পেশার মানুষ ।

৪০ কোটি টাকা ব্যয়ে শ্যাম বেনেগাল পারিচালিত বায়োপিকটির ১ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা । নির্মাতা ভারতের গুণী চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল অবশ্য সমালোচনার জবাব দিয়েছেন । রবিবার দ্য টেলিগ্রাফ অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক শ্যাম বেনেগাল বলেন , শুধু ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক নয় , সমালোচনা করাও ঠিক হচ্ছে না । মানুষ এখনও পুরো সিনেমা দেখেনি।
৯০ সেকেন্ডের ট্রেলার দেখে তো পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না । শুধু ট্রেলার নিয়েই মন্তব্য করতে পারেন । তিনি বলেন , নানা মন্তব্য এসেছে বলে শুনেছি । তারা কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে কঠিন । বিষয়টি আবার দেখবেন বলেও জানান । কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে তাও তিনি জানতে চান । কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভাল ছিল উল্লেখ করে তিনি জানান , সেখানে বাংলাদেশ ও ভারতের তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন । ‘ মুজিব – দ্য মেকিং আ নেশন ‘ সিনেমার সব অভিনেতা – অভিনেত্রীই বাংলাদেশি জানিয়ে বেনেগাল বলেন , পশ্চিমবঙ্গের বাংলার সঙ্গে বাংলাদেশের বাংলার উচ্চারণের পার্থক্য রয়েছে এটা নিয়ে তারা ( বাংলাদেশিরা ) গর্ব অনুভব করেন । সিনেমায় এসবই আছে । সব অভিনেতা – অভিনেত্রীই বাংলাদেশি নেবার কারণ হিসেবে তিনি আরও বলেন , আমি শুধু বাংলাদেশের অভিনেতাদের নিয়েছিলাম কারণ , তারা মুজিবকে অনেক কাছ থেকে অনুভব করবে ।
ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনী নিয়ে শ্যাম বেনেগালের কাজের অভিজ্ঞতা এই প্রথম নয় । মহাত্মা গান্ধী , নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়েও তিনি সিনেমা নির্মাণ করেছেন । সে সিনেমাগুলো ৮৭ বছর বয়সী এই নির্মাতার ঝুলিতে এনে দিয়েছে পদ্মশ্রী , পদ্মভূষণ , দাদাসাহেব ফালকে নানা পুরস্কার।
প্রসঙ্গত , একযুগ পর জাতির পিতার জীবনীভিত্তিক সিনেমা ‘ মুজিব – দ্য মেকিং অফ আ নেশন ’ দিয়ে ফিচার ফিল্ম নিয়ে ফিরলেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল । বছরের শেষদিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago