বঙ্গের মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন দৈনিক সংবাদ।

 বঙ্গের মিডিয়া ফুটবলে চ্যাম্পিয়ন দৈনিক সংবাদ।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- দুরন্ত সৌন্দর্যময় ফুটবল খেলে সিএসজেসি মার্লিন রাইস মিডিয়া ফুটবলের শিরোপা জিতে নিলো দৈনিক সংবাদ। বুধবার আজকাল ও জাগো বাংলাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছ গিয়েছিল দৈনিক। বৃহস্পতিবার সেমিফাইনালে শক্তিশালী ইস্টবেঙ্গল সমাচারকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার ছাড়পত্র জোগাড় করে ফেলে। দৈনিকের হয়ে একমাত্র গোলটি করেন সেলিম মণ্ডল। ১-০ গোলে জয় পেলেও সেমিফাইনালে সারা ম্যাচে ইস্টবেঙ্গল সমাচারকে চাপে রাখে দৈনিক সংবাদ। ফাইনালে পেনাল্টি থেকে প্রথম গোল করে এগিয়ে যায় দিন দর্পন। এক গোলে পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘ দৈনিক তুমুল আক্রমণের ঝড় তুলে দিন দর্পনের রক্ষণে। শাহজাহান আলি, সেলিম মণ্ডল জুটির ছন্দে তখন দিন দর্পনের রক্ষণে ত্রাহি ত্রাহি রব। দৈনিক সংবাদের ছন্দময় ফুটবলের উদ্ভাসিত আলোয় তখন প্রায় ঢাকা পড়ে গেছে দিন দর্পন। শাহজাহান আলি গোল করে দৈনিক সংবাদকে সমতায় ফেরাতেই মাঠে প্রবল উচ্ছ্বাস আর করতালির তুফান। সমতায় ফিরেই দৈনিক হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে দিন দর্পনের উপর। সেলিম, সুজয়, জয়ন্ত, আলিদের আক্রমণের তোড়ে তখন হিমশিম খাচ্ছে দিন দর্পনের রক্ষণভাগ। ফলও মেলে দুরন্ত গোল করে সেলিম খান দৈনিকের ট্রফি জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা হন অবশ্য শাহজাহান আলি। টুর্নামেন্টের সেরা ম্যানেজারের পুরস্কার পান দৈনিক সংবাদের সন্দীপ বসু। দুদিনের মিডিয়া ফুটবলে রাজারহাটে মার্লিন গ্রুপের স্পোর্টস সিটি ছিল জমজমাট।এই টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, শিশির ঘোষ এবং কৃষ্ণেন্দু রায় সহ কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুভেন রাহা সহ অন্যরা।এবার এই টুর্নামেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া মিলিয়ে কুড়িটি দল অংশগ্রহণ করে। ইলেকট্রনিক্স মিডিয়ার লড়াই এ বিশ্ব বাংলা সংবাদ ৩-০ গোলে নিউজ টাইমকে ধরাশায়ী করে দেয়। দৈনিক সংবাদ দল : সমীর ব্যানার্জি (গোলরক্ষক), জয়ন্ত দাস, সাজান আলি, সুজয় গুহ, সেলিম মণ্ডল। ম্যানেজার – সন্দীপ বসু।

May be an image of 12 people, people playing American football, people playing football, grass and text that says "B POCO SHOT ON POCO .F1 F1"
Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.