বঙ্গ যেন যুদ্ধক্ষেত্ৰ !

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গের ২২টি জেলার ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।একই সঙ্গে এদিন ৯২৮টি জিলা পরিষদ এবং ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনেও ভোট গ্রহণ হবে।এই ভোটকে সামনে রেখে এখন মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে। বঙ্গ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল চারটায় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা অতিক্রান্ত হয়েছে। তবে শেষ পর্যন্ত কোন দলের কতজন প্রার্থী মনোনয়ন জমা দিলেন সেই তথ্য এখনও জানা যায়নি।এই পর্যন্ত সবটাই ঠিক আছে। কিন্তু গণতন্ত্রের এই মহান উৎসবকে (পঞ্চায়েত ভোট) কেন্দ্র করে পশ্চিমবঙ্গ যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। মনোনয়ন জমা নেওয়া থেকেই এই ভয়ঙ্কর পরিস্থিতি।এর পরবর্তী দিনগুলি এবং ভোটের দিন তাহলে কী কবে?এটা ভেবেই বঙ্গবাসী এখন চরম উৎকণ্ঠায়।একেবারে চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে মনোনয়ন জমা দেওয়ার শুরুর দিন থেকেই গোটা রাজ্যজুড়ে ব্যাপক হাঙ্গামা, মারধর, বোমাবাজি, গুলী চলছে মুড়িমুড়কির মতো।গোটা রাজ্যজুড়ে কার্যত সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রাখা হয়েছে। গত চার-পাঁচদিনে রাজনৈতিক সন্ত্রাস ও হিংসায় বহু লোক আহত হয়েছেন।এমন কী সন্ত্রাসে মৃত্যু পর্যন্ত হয়েছে।সন্ত্রাসের হাত থেকে বাদ যাচ্ছে না সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও।সন্ত্রাসের খবর করতে গেলেই শাসকদলের আশ্রিত গুণ্ডাবাহিনী হামলে পড়ছে সাংবাদিকদের উপর। বিরোধী দলের প্রার্থীদের একেবারে নগ্নভাবে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া,মারধর করা হচ্ছে।প্রতিরোধ করলেই বাঁধছে সংঘর্ষ।বৃষ্টির মতো বোমাবাজি। ব্লক অফিসগুলো কার্যত শাসকবাহিনীর কবজায়। সব মিলিয়ে গোটা রাজ্য যেন যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। শুধু তাই নয়,পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হচ্ছে, সেটা ইতিমধ্যেই শুধু দেশবাসী নয় প্রযুক্তির দৌলতে গোটা বিশ্ব জেনে গেছে।আর এই ভয়ানক পরিস্থিতির মধ্যে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শক। নীরব দর্শক বললেও কম বলা হবে। নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কোনও অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না। আইন, আদালত বলতে যে কিছু আছে, সেটাই যেন ভুলে গেছে বহু প্রশাসন ও সরকার। কোনও নির্দেশের তোয়াক্কা না করেই চলছে সন্ত্রাস।সম্ভবত সারাদেশে পশ্চিমবঙ্গেই একমাত্র রাজ্য যেখানে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পেরে, সরাসরি রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ ধরনায় বসতে হচ্ছে। যেখানে প্রতি মুহূর্তে রাজ্যপালও উচ্চ আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে।প্রশ্ন হচ্ছে, এমনটা কেন হবে ? গণতন্ত্রের উৎসবে কেন এত হিংসা ? কেন এত রক্ত ঝড়বে? দেশের বহু রাজ্যে ভোট হয়। ওইসব রাজ্যে ভোট হচ্ছে বা ভোট হয়েছে, সেই খবরও অনেক সময় পাওয়া যায় না। হিংসা তো দূরের কথা। কিন্তু গোটা দেশে ব্যতিক্রম দুই রাজ্য, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। বলতে কোনও দ্বিধা নেই, এই দুই রাজ্যে যে কোনও ভোট মানেই আতঙ্ক।ভোট মানেই হিংসা, মারামারি,সন্ত্রাস। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিযোগিতা চলতে থাকে।ভোটের আগে থেকে শুরু হয় সন্ত্রাস,ভোট ফুরিয়ে গেলেও চলতে থাকে সন্ত্রাস।২০১৮ পশ্চিমবঙ্গে শুধু পঞ্চায়েত ভোটের দিনই খুন হয়েছিল কম পক্ষে ১৮ জন। বেসরকারী হিসাব আরও বেশি। আহতের সংখ্যা বলে লাভ নেই। ২০২৩ ফের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মনোনয়ন শুরু থেকেই গোটা বঙ্গ কার্যত যুদ্ধক্ষেত্র!এই পরিস্থিতি কি পাল্টাবে না কোনও দিন ?

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যান স্বল্পতায় বিলম্বিত বিমান যাত্রীরা রাতে দুর্ভোগে পড়েন!!

অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…

7 hours ago

এআরসি প্রযুক্তির চাষে স্বনির্ভরতার পথে রাজ্য!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের…

7 hours ago

ফুলে’ কুঠারাঘাত!!

রাজা রামমোহন, বিদ্যাসাগর, নবগোপাল মিত্র, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, প্রমথনাথ চট্টোপাধ্যায়, বাংলার বুকে…

7 hours ago

অপারেশন টেবিলে তিন প্রসূতি বিদ্যুৎ উধাও, তেল নেই জেনারেটরে!!

অনলাইন প্রতিনিধি:- মেলাঘরস্থিত মহকুমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসক। শুক্রবার বেলা বারোটা…

8 hours ago

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

1 day ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

1 day ago