খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বড়দিন আগামী পঁচিশ ডিসেম্বর। প্রতি বছরই বড়দিনের এই পবিত্র উৎসবের দিন মরিয়মনগরে ধর্মীয় রীতিনীতি মেনে প্রার্থনা সহ কেক কেটে ভগবান যীশুর জন্মদিন পালিত হয়। পাশাপাশি মরিয়মনগরে বসে মেলা।এবারও বড়দিনে মরিয়মনগরে মেলা বসবে।মেলা ও বড়দিনের উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শুক্রবার মরিয়মনগর স্কুলে মেলা ও উৎসব বৈ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী,জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুর নিগমের কমিশনার উত্তম কুমার ঘোষ, সমাজসেবী অমিত নন্দী,পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সহ পুলিশ, ট্রাফিক,স্বাস্থ্য, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, দমকল নিগম সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।মেলাকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য এদিন অধ্যক্ষ রতন চক্রবর্তীকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয়। সভা শেষে মরিয়মনগর গির্জা ঘুরে দেখেন অধ্যক্ষ সহ প্রশাসনিক কর্তারা। বড়দিনের এই উৎসব ও মেলার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য।বৈঠকে এলাকায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়। যানজট নিয়ন্ত্রণের জন্য গির্জায় প্রবেশের কয়েকটি রাস্তায় ২৫ ডিসেম্বর বিকেল থেকে নো এন্ট্রি জোন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। মেলা ও উৎসবকে ঘিরে যেন কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে পর্যাপ্ত টিএসআর পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। পাশাপাশি থাকবে নাকা পয়েন্ট বসিয়ে চেকিংয়ের ব্যবস্থাও।মেলা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ রতন চক্রবর্তী পুণ্যার্থীদের শৃঙ্খলা মেনে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান। ২৫ ডিসেম্বর সকালে কেক কাটার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান অধ্যক্ষ। বিকেলে মেলার উদ্বোধন করবেন অধ্যক্ষ নিজে। সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিরা।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…