বণিক মহলের কোনও প্রতিনিধি ছাড়াই শনিবার উদ্বোধন হলো ৩৩তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। যার জেরে মেলা কমিটিকে ভীষণভাবেই সমালোচনায় পড়তে হয়েছে। শিল্প ও বাণিজ্য মহলের একাংশ জানিয়েছেন, রাজ্যের ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এর আগে এভাবে কখনওই অবহেলিত হতে হয়নি তাদেরকে।
অভিযোগ উঠেছে, সরকারীভাবে এই মেলার আয়োজন নিয়ে গত নভেম্বর মাসে যে বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে শিল্প ও বাণিজ্য মহলকে অবহিত করা হলেও পরবর্তী সময়ে দিন দশেক আগে অ্যালটমেন্ট কমিটির যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে ডাকা হয়নি তাদের। অথচ সর্বসম্মতিক্রমে এই কমিটিতে শিল্প বাণিজ্য মহলের কম করেও পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কমিটিতে থেকেও ডাক না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন শিল্প ও বাণিজ্য মহলের বিভিন্ন পদাধিকারীরা।তারা জানান, বৈশাখী মেলা নাম দিয়ে এই মেলার সূচনা লগ্নে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে এক এক করে আমন্ত্রণ জনানো হতো। মানুষ যাতে বেশি করে এই মেলায় অংশগ্রহণ করে সেটাই ছিল বাণিজ্য মেলার উদ্দেশ্য। বর্তমান সময়ে অবশ্য এ ধরনের উদ্দেশ্যকে প্রাধান্য দিতে চায় না মেলা কমিটি। ঠিক এ ধরনেরই অভিযোগ করে তারা আরও জানায়, শিল্প ও বাণিজ্য নিগমের চেয়ারম্যান টিংকু রায় যেখানে অ্যালটমেন্ট কমিটিরও চেয়ারম্যান সেখানে কী করে এটি সম্ভব হলো? অভিযোগ রয়েছে তার ওএসডি সজল বিশ্বাসের বিরুদ্ধেও। এমনকি স্টল বন্টনের ক্ষেত্রে সরাসরি তার হস্তক্ষেপ রয়েছে বলেই অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের ক’জন জানান, মর্জিমাফিক স্টল বন্টন করে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার গোটাটাকেই কলঙ্কিত করা হয়েছে এ বছর। যতদূর খবর, আমন্ত্রণ না পাওয়ায় এ বছর মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে একপ্রকার বয়কট করলো শিল্প ও বাণিজ্য মহল।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…