বণিক মহলকে আমন্ত্রণ ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার সূচনা!

এই খবর শেয়ার করুন (Share this news)

বণিক মহলের কোনও প্রতিনিধি ছাড়াই শনিবার উদ্বোধন হলো ৩৩তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। যার জেরে মেলা কমিটিকে ভীষণভাবেই সমালোচনায় পড়তে হয়েছে। শিল্প ও বাণিজ্য মহলের একাংশ জানিয়েছেন, রাজ্যের ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এর আগে এভাবে কখনওই অবহেলিত হতে হয়নি তাদেরকে।
অভিযোগ উঠেছে, সরকারীভাবে এই মেলার আয়োজন নিয়ে গত নভেম্বর মাসে যে বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে শিল্প ও বাণিজ্য মহলকে অবহিত করা হলেও পরবর্তী সময়ে দিন দশেক আগে অ্যালটমেন্ট কমিটির যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে ডাকা হয়নি তাদের। অথচ সর্বসম্মতিক্রমে এই কমিটিতে শিল্প বাণিজ্য মহলের কম করেও পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কমিটিতে থেকেও ডাক না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন শিল্প ও বাণিজ্য মহলের বিভিন্ন পদাধিকারীরা।তারা জানান, বৈশাখী মেলা নাম দিয়ে এই মেলার সূচনা লগ্নে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে এক এক করে আমন্ত্রণ জনানো হতো। মানুষ যাতে বেশি করে এই মেলায় অংশগ্রহণ করে সেটাই ছিল বাণিজ্য মেলার উদ্দেশ্য। বর্তমান সময়ে অবশ্য এ ধরনের উদ্দেশ্যকে প্রাধান্য দিতে চায় না মেলা কমিটি। ঠিক এ ধরনেরই অভিযোগ করে তারা আরও জানায়, শিল্প ও বাণিজ্য নিগমের চেয়ারম্যান টিংকু রায় যেখানে অ্যালটমেন্ট কমিটিরও চেয়ারম্যান সেখানে কী করে এটি সম্ভব হলো? অভিযোগ রয়েছে তার ওএসডি সজল বিশ্বাসের বিরুদ্ধেও। এমনকি স্টল বন্টনের ক্ষেত্রে সরাসরি তার হস্তক্ষেপ রয়েছে বলেই অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের ক’জন জানান, মর্জিমাফিক স্টল বন্টন করে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার গোটাটাকেই কলঙ্কিত করা হয়েছে এ বছর। যতদূর খবর, আমন্ত্রণ না পাওয়ায় এ বছর মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে একপ্রকার বয়কট করলো শিল্প ও বাণিজ্য মহল।

Dainik Digital

Recent Posts

কাব্যলোকের বর্ষবিদায় ও বর্ষবরণ!!

অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের…

21 hours ago

নয়া স্ট্র্যাটেজিতে কংগ্রেস!!

গুজরাটে কংগ্রেসের সদ্য সমাপ্ত অধিবেশনে নয়া স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে।কংগ্রেস এখন থেকে পিছিয়ে পড়া বিশেষ করে…

21 hours ago

জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!

অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…

3 weeks ago

ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…

3 weeks ago

ডার্ক চকোলেট কি ডায়াবেটিসের ঝুঁকি কমায়?

ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…

3 weeks ago

নতুন রেখাপাত!!

অবিভক্ত ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শাসনামলে যিনি সবচেয়ে অ প্রভাবশালী শাসক হিসাবে ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন তিনি…

3 weeks ago