Categories: দেশ

বন্দে ভারতে যুক্ত হলো পূর্বোত্তর।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || পূর্বোত্তর রেলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।সোমবার গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে সেমি হাই স্পিডের ভাচুর্য়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এছাড়া আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে গুয়াহাটি স্টেশনে উপস্থিত ছিলেন আসামের রাজ্যপাল গুলাব চান্দ কাটারিয়া, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় রেলওয়ে, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকেন কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহণ এবং জলপথ ও আয়ুষ মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল,কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও যুব বিষয়ক ও ক্রীড়া রাজ্যমন্ত্রী নীশিথ প্রামাণিক, আসাম সরকারের পরিবহণ, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য,সাংসদ (রাজ্যসভা) কামাখ্যা প্রসাদ তাসা ও পবিত্র মার্ঘেরিটা, সাংসদ (লোকসভা) কুইন ওজা,বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য সহ অন্যরা।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সহ হেড কোয়ার্টার ও ডিভিশনগুলির অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরাও গুয়াহাটি স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেন,যে তিনটি উন্নয়নমূলক কাজ একসাথে সম্পন্ন হওয়ার ফলে আজকের দিনটি উত্তর পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনের জন্য এক বিশাল দিন।তিনি আরও বলেন,যে গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আসাম ও পশ্চিমবঙ্গের শতাব্দী প্রাচীন বন্ধনকে আরও মজবুত করে তুলবে।এই ট্রেনটির ফলে ভ্রমণ আরও সহজ হবে, ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে। তিনি বলেন, যে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মা কামাখ্যা মন্দির, কাজিরাঙা, মানস জাতীয় উদ্যান ও পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যের সাথে সংযোগ প্রদান করবে।এছাড়াও মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি এবং অরুণাচল প্রদেশের তাওয়াং ও পাসিঘাটে ভ্রমণ ও পর্যটন বৃদ্ধি পাবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।তিনি আরও বলেন, আসামে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের পরিচালনার সাথে সাথে উত্তর পূর্বাঞ্চল তথা নির্দিষ্টভাবে আসামের জনগণ দ্রুত ও আরামদায়ক রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন।যেহেতু এই সেমি হাই স্পিড ট্রেনটি সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত,তাই উত্তর পূর্বাঞ্চলের জনগণ ভ্রমণের সময় পার্থক্য ভালোভাবেই বুঝতে পারবেন। বন্দে ভারত এক্সপ্রেস একাধিক উন্নতমানের এবং বিমানে যাত্রা করার মতো অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়াও এদিন, ৯১.০৩ কিমি লম্বা নিউ বঙাইগাঁও-দুধনৈ- মেন্দিপাথর সেকশনের বৈদ্যুতিকীকরণ ৯১ কিমি লম্বা গুয়াহাটি-চাপারমুখ নতুন বৈদ্যুতিকীকরণ সেকশন এবং লামডিংয়ে সম্প্রতি নির্মিত নতুন ডেমু/মেমু শেডটির উদ্বোধন হয় এদিন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

18 mins ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

7 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

9 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

9 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

10 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

10 hours ago