বন্ধন ব্যাংকের নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ!!

বন্ধন ব্যাংকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গাঙ্গুলি। এদিন সংস্থার প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের উপস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে সারা ভারতে ব্যাংকের নয়া অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্তি দেওয়া হয়। বন্ধন ব্যাংকের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলিকে পদের জন্য শুভকামনা জানানো হয়েছে।
এদিন টুইট করে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ‘সৌরভ গাঙ্গুলিকে আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করতে পেরে আমরা আনন্ন্দিত ও গর্বিত। বন্ধন ব্যাংকের কণ্ঠস্বর হবেন সৌরভ এবং আমাদের বার্তা জনগণের কাছে নিয়ে যেতে সাহায্য করবে।
