বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল ৷তাই প্রতিবছরের মতো চলতিবছরেও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অসমের এই জাতীয় উদ্যান ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রেকর্ড ভাঙা পর্যটকের ভিড় সামলে ১৯ মে থেকে জাতীয় উদ্যানের দরজা বন্ধ করা হয়েছে ৷ ফের অক্টোবরে পর্যটকদের জন্য খোলা হবে কাজিরাঙা জাতীয় উদ্যান।
৷