বন্যার্তদের পাশে ট্রান্সজেন্ডাররা!!
অনলাইন প্রতিনিধি :-এবার অসহায় বন্যার্তদের পাশে দাঁড়াল ট্রান্সজেন্ডাররা। যাদের আমরা হিজরে বলে কটাক্ষ করে থাকি আজ তারাই ফের একবার মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। কিছুদিন পূর্বে গন্ডাছড়ায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায়ও এগিয়ে এসেছিল তৃতীয় লিঙ্গের জনগণ। তারা সেদিন সেখানে গৃহহীন আগুনে পুড়ে যাওয়া পরিবার গুলিকে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারা যে শুধু বাড়িঘরে গিয়ে টাকার দাবি করে না তাদেরও একটা মন আছে তা পুনরায় প্রকাশ পেল। গত কিছুদিন ধরে রাজ্যে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি তাতে গৃহহীন প্রায় লক্ষাধিক পরিবার। জায়গায় জায়গায় খোলা হয়েছে শরণার্থী শিবির। রাজ্য সরকার থেকে তাদের খাবার-দাবার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন থেকে শুরু করে ধর্মীয় সংগঠনগুলিও। আজ রাজ্যে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগণ এগিয়ে এলো বন্যা দুর্গতদের পাশে। আগরতলা শহরের বিভিন্ন শরণার্থী শিবিরে তারা যায় এবং তাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী তুলে দেয়। তাদের এই মানবিক চেহারা দেখে আপ্লুত সকলেই। তারা জানায় সবসময় তারা এভাবেই নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকতে চায়।