বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলের জন্য বরাদ্দ ১২ কোটি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বন্যায় ৮৬১ টি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য বন্যা ত্রাণ প্যাকেজে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ১২ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। এমনই বললেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার।
আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মাকে পাশে বসিয়ে তিনি জানান, বন্যায় রাজ্যে ৮৬১টি বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৯৪টি নিম্নবুনিয়াদি, ২৭৪টি উচ্চবুনিয়াদি,৩৩২টি দ্বাদশ শ্রেণী এবং বিদ্যালয় সহ ৬১টি বিভিন্নস্তরের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে মোট ২৬২ কোটি ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার আরও জানান, এবারের বন্যায় তিন জন শিক্ষার্থী প্রাণ হারায়।তাছাড়া বন্যায় প্রায় ৮৫ হাজার বই, বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার, ল্যাপটপ, মিড ডে মিলের খাদ্যসামগ্রী, আসবাবপত্র, যন্ত্রপাতি সহ কিছু কিছু বিদ্যালয়ের পরিকাঠামোগত ক্ষতি হয়েছে।তিনি বলেন, যে সকল শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ইতিমধ্যে ২১,৫৫২টি বই বিতরণ করা হয়েছে।বর্তমানে কোনও বিদ্যালয়ে ত্রাণ শিবির কার্যত নেই।বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৩৪১টি বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ১,৩৪৭টি বিদ্যালয়ে জীবাণুনাশক কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।তার দাবি বর্তমানে প্রত্যেকটি বিদ্যালয়ে সূচারু রূপে ক্লাস চলছে এবং ছাত্রছাত্রীরাও যথেষ্ট মাত্রায় উপস্থিত রয়েছে।উচ্চশিক্ষা দপ্তর নিয়ে বলতে গিয়ে তিনি জানান,বকাফা পাবলিক লাইব্রেরি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পাবলিক লাইব্রেরি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় আট হাজার বই ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও বিলোনীয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের সীমানার দেওয়াল, মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের রাস্তা, হাপানিয়ার উইমেন্স পলিটেকনিক কলেজের বাউন্ডারি ওয়াল ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতির পরিমাণ ২ কোটি ৩৪ লক্ষ টাকা।

Dainik Digital

Recent Posts

হার্ভের বিরুদ্ধে ৮ জনে খেলে, এক ম্যাচ আগেই নকআউটে ব্লাডমাউথ।।

অনলাইন প্রতিনিধি :-হার্ভেকে গত ম্যাচে হারানোর পরই এ গ্রুপ থেকে সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের…

5 hours ago

জলের দরে বিকোচ্ছে সবজি, মাথায় হাত কৃষকের!!

অনলাইন প্রতিনিধি :-শীতকালীন সবজির মতো দ্রুত দাম পড়ছে গ্রীষ্মকালীন সবজিরও।জলের দরে বিকোচ্ছে নতুন উঠে আসা…

5 hours ago

কৃত্রিম ধাতব হৃদপিণ্ড নিয়ে একশো দিন বেঁচে রেকর্ড সৃষ্টি!!

অনলাইন প্রতিনিধি :-বিশ্বের প্রথম মানুষ হিসেবে টাইটানিয়াম ধাতুর তৈরি কৃত্রিম হৃদ্যন্ত্র নিয়ে ১০৫ দিন বেঁচে…

5 hours ago

শুদ্ধিকরণ ও রাজনীতি!!

এই উপমহাদেশের বিভিন্ন দেশে নির্বাচনি ব্যবস্থায় অনিয়ম ও এ গড়মিল নিয়ে অভিযোগের শেষ নেই।স্বৈরাচারী কিংবা…

5 hours ago

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে আগুন!

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি হাসপাতালে রবিবার সকালে অগিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের খবর নেই…

1 day ago

ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় ছিন্ন ভিন্ন ৯০ সেনার দেহ!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার বেলুচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার…

1 day ago