বন্যা পরিস্থিতি, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা মুখ্যমন্ত্রীর

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের বন্যাজনিত উদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সোমবার ফোনে বিস্তৃত পরিসরে কথা বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। রাজ্যের বন্যা কবলিত সামগ্রিক পরিস্থিতির বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। রাজ্যের এই সংকটকালে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এর প্রপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডা. সাহা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুরু থেকেই রাজ্যের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ টিম পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন। সর্বশেষ অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীও রাজ্যকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি টিম শীঘ্রই রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পাঠানো হবে। রাজ্যবাসীর এই বিপর্যয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় বন্যা কবলিত মানুষের সাহায্যে এনডিআরএফ-এর ১১টি দল, আর্মির তিনটি দল, বায়ুসেনার ৪টি হেলিকপ্টার ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বন্যা কবলিত জনগণকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে। ত্রিপুরার জনগণের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং দেশের সেনাবাহিনী।ভয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়ের কঠিন সময়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার ত্রিপুরা জনগণের সাহায্যে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের বন্যা পরিস্থিতি নিরসনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব বন্যার্ত ত্রিপুরাবাসীর জন্য ২০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সংকটের এই মুহূর্তে ত্রিপুরার পাশে থাকারও তিনি বার্তা দিয়েছেন। এর প্রেক্ষিতে রাজ্যবাসীর পক্ষ থেকে মধ্যপ্রদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেছেন, এই কন্যা দুর্যোগে ত্রিপুরা অনেক কিছু হারিয়েছে। তবে সবার সহযোগিতায় দ্বিগুণ দ্রুত গতিতে উন্নয়নের পথে ফিরে যাবে রাজ্য। রাজ্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের বন্যা কবলিত মানুষের সহায়তায় ১০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশ সরকারকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেছেন, সকলের সার্বিক সহযোগিতায় খুব দ্রুত এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে ত্রিপুরা।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

19 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

19 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

19 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

19 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago