বন্যা পরিস্হিতি, জরুরি বৈঠকে খাদ্যমন্ত্রী!!

 বন্যা পরিস্হিতি, জরুরি বৈঠকে খাদ্যমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য, এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে৷। বন্যার কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনওভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায়, এবং অত্যাবশকীয় সামগ্রীর কালবাজারী প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে৷ এই বিষয়গুলো সামনে রেখে শুক্রবার সচিবালযয়ে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক_দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল কন্ট্রোলার (ফুড),অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো, ওনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস, বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তা/প্রতিনিধি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহ এর সাথে সম্পৃক্ত আইওসিএল-এর আধিকারিক/ প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠকে পৌরহিত্য করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.