বন্য দাঁতাল হাতির তান্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ!!
অনলাইন প্রতিনিধি :-বন্য দাতাল হাতির দলের তাণ্ডর অব্যাহত। আবারো বন্য দাতাল হাতির দল তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে ভয়ংকর তাণ্ডব চালায়। ভেঙ্গে তছনছ করে দেয় একাধিক কৃষকের কৃষি ক্ষেত। ঘটনাটি ঘটে বুধবার রাতে।
ঘটনার বিবরনে জানা যায়, বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতির দল প্রবেশ করে এবং ভয়ংকর তাণ্ডব চালায়। ভেঙে তছনছ করে দেয় এলাকার কৃষিক্ষেত গুলি। কৃষি ক্ষেতে এই হাতির তাণ্ডবে সর্বস্বান্ত একাধিক কৃষক। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এলাকা সূত্রে। অন্যদিকে, তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ বনাঞ্চল গুলিতে থাকা বন্য দাতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুড়া বনদপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরেও সাধারণ মানুষজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।